ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে আস্থা ফেরাতে একগুচ্ছ প্রস্তাব দিচ্ছে ডিএসই

প্রকাশিত: ১১:৪২, ১৯ এপ্রিল ২০১৯

শেয়ারবাজারে আস্থা ফেরাতে একগুচ্ছ প্রস্তাব দিচ্ছে ডিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে সূচকের পতন রোধ করে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) একগুচ্ছ প্রস্তাব দিতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। বুধবারে ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ৯ এপ্রিল চলমান বাজারের মন্দাবস্থা কাটাতে শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কাছে লিখিত প্রস্তাব চান বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। যেগুলো নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে উপস্থাপন করবেন বলে জানিয়েছিলেন তিনি। ডিএসইর এই প্রস্তাবগুলো অর্থমন্ত্রী গুরুত্বের সঙ্গে নিয়ে সমাধানে এগিয়ে আসবেন তিনি জানিয়েছিলেন। জানা গেছে, গত ৩ মাস ধরে শেয়ারবাজারে অস্থিরতা বিরাজ করছে। এ সময় ডিএসইর প্রধান সূচক ৫ হাজার ৯৫০ থেকে ৬৯০ পয়েন্ট ৫ হাজার ২৬০ পয়েন্টে নেমে এসেছে। এমন পতনে বিনিয়াগকারীদের দীর্ঘশ্বাস বেড়েছে। লোকসান গুণতে গুণতে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে তারা। নিয়মিত ডিএসইর সামনে পতনের প্রতিবাদে বিক্ষোভও করছেন প্রতিদিনই। নির্ভরশীল সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে ভাল কোম্পানি আনতে আইপিও প্রক্রিয়ায় সংস্কার ও সঠিক দর নির্ধারণে বুক বিল্ডিং সংশোধনীর বিষয়ে প্রস্তাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর পর্ষদ। এর মধ্যে বিশেষভাবে ভারসাম্য রাখার জন্য প্রাইভেট প্লেসমেন্টে কম ও আইপিওতে বেশি শেয়ার ইস্যুর প্রস্তাব করবে ডিএসই। এছাড়া প্লেসমেন্ট শেয়ারে স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু থেকে ১ বছর লক-ইন (বিক্রয় অযোগ্য) রাখার প্রস্তাব করবে স্টক এক্সচেঞ্জটি। পাশাপাশি উদ্যোক্তা/পরিচালকদের লক-ইন শেয়ারে সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিশেষভাবে নজরদারি রাখার জন্য বিএসইসিতে প্রস্তাব দেয়া হবে। এদিকে ডিএসইর অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে থাকবে - স্কিপ্ট নিটিং সুবিধা চালু করা, ব্রোকার হাউসের সার্ভিস বুথ চালু, সারাদেশে হাউসগুলোর শাখা খোলা, গ্রামীণফোনের ওপর এনবিআর এর আরোপিত কর জটিলতার সমাধান, ১০০ জনের মধ্যে প্লেসমেন্টে শেয়ার ইস্যু নিশ্চিত করা ইত্যাদি। ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, বিএসইসি চেয়ারম্যানের আহ্বানের আলোকে আমাদের পর্ষদ প্রস্তাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা অতি দ্রুত লিখিত আকারে বিএসইসিতে পাঠানো হবে।
×