ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পুরোহিত গ্রেফতার

প্রকাশিত: ১২:০০, ১৮ এপ্রিল ২০১৯

পুরোহিত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সাড়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রকাশ ব্যানার্জী নামে এক পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরতলী বিরামপুর শ্রী শ্রী অনুকূল ঠাকুর মন্দির থেকে তাকে আটক করা হয়। আটক প্রকাশ ব্যানার্জী ওই মন্দিরের পুরোহিত এবং সে একই এলাকার কালীপদ ব্যানার্জীর ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন জানান, ১৪ এপ্রিল দুপুরে অনুকূল ঠাকুর মন্দিরে পূজা অর্চনা দিচ্ছিল। এ সময় স্থানীয় অনেক শিশুরা উপস্থিত ছিল। প্রকাশ ব্যানার্জী তার প্রতিবেশী সাড়ে ৯ বছরের শিশুকে মন্দিরের মধ্যে পর্দা টানানো একটি রুমে নিয়ে চকোলেট দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ওই শিশুটি চিৎকার করলে বিষয়টি ফাঁস হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভিযোগ দিলে পুলিশ প্রকাশ ব্যানার্জীকে আটক করে। বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৭ এপ্রিল ॥ মাদারীপুর লিগ্যাল এইড এ্যাসোসিয়েশন কালকিনি শাখার উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, কাউন্সিলর ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের অংশগ্রহণে বুধবার সকালে বাল্যবিয়ের বিরুদ্ধে একটি র‌্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সকলকে বাল্যবিয়ের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, জেএফইউ প্রজেক্টের সমন্বয়কারী মোঃ ইব্রাহিম মিয়া, জেলা সমন্বয়কারী শাহাবুদ্দিন আহম্মেদ ও পৌর সমন্বয়ক ঝর্ণা বেগম।
×