ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এলআরবি’র মালিকানা আইয়ুব বাচ্চুর ॥ পেটেন্ট অফিস

প্রকাশিত: ১৩:০২, ১৭ এপ্রিল ২০১৯

এলআরবি’র মালিকানা আইয়ুব বাচ্চুর ॥ পেটেন্ট অফিস

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুই ‘এলআরবি’র একমাত্র মালিক বলে জানিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস। তিনি বা তার উত্তরাধিকারের অনুমতি ছাড়া ব্যান্ডটি পরিচালনার আইনগত অধিকার কারও নেই। ২০১০ সালে আইয়ুব বাচ্চু এলআরবির লোগোর নিবন্ধনের জন্য আবেদন করেন। আইয়ুব বাচ্চু তার উত্থাপিত নথি পর্যালোচনা করে কপিরাইট আইনের ৫৬/২ ধারার বলে একক মালিক হিসেবে তাকে চূড়ান্ত করা হয়। কপিরাইট অফিসের পরিদর্শক আতিকুজ্জামান আতিক বলেন, ‘লোগোর নিবন্ধন একমাত্র তার নামে হওয়ায় তিনিই এলআরবির একমাত্র মালিক। প্রতিষ্ঠানের নামে নিবন্ধন হলে ব্যান্ডের বাকি সদস্যদের আইনগত অধিকার থাকত কিন্তু ব্যক্তির নামে নিবন্ধন হওয়ায় বাকিদের এলআরবি পরিচালনার অধিকার নেই। স্বত্বাধিকারীর অবর্তমানে তার উত্তরাধিকাররা স্বত্বভোগ করতে পারবেন।’ ১৯৯১ সালের ৫ এপ্রিল আইয়ুব বাচ্চুর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল এলআরবি। সে সময় তার সঙ্গী ছিলেন জয়, স্বপন ও এসআই টুটুল। জয় ও এসআই টুটুল ‘এলআরবি’ ছাড়লেও প্রতিষ্ঠাকালীন সদস্য স্বপন প্রায় তিন যুগ ধরে যুক্ত আছেন এলআরবির সঙ্গে। ম্যানেজার শামীম আহমেদসহ দলের বাকি সদস্যরাও ব্যান্ডটির সঙ্গে দশ বছরেরও বেশি সময় ধরে যুক্ত ছিলেন।
×