ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দু’ হাজারের বেশি খাবার পানির জার ধ্বংস

প্রকাশিত: ১১:২৪, ১১ এপ্রিল ২০১৯

রাজধানীতে দু’ হাজারের বেশি খাবার পানির জার ধ্বংস

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন কোম্পানির দু’হাজারের বেশি খাবার পানির জার ধ্বংস করেছে বিএসটিআই। দেশের একমাত্র মান সংস্থার অনুমোদন না নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের জারে খাবার পানি বাজারজাত করায় বুধবার এগুলো ধ্বংস করা হয়েছে। বিএসটিআই উপ-পরিচালকের (সিএম) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মিরপুর-১০ ও ইব্রাহিমপুর এলাকায় বিএসটিআই সার্ভিলেন্স টিমের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-১৮’ লঙ্ঘন করায় চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই। বিএসটিআই পরিচালক (সিএম) সাজ্জাদুল বারী জনকণ্ঠকে জানান, ঢাকার গাউছিয়া মার্কেট, নীলক্ষেত, নিউ মার্কেট, মিরপুর-৩ ও মিরপুর-৬ এলাকায় সকাল ছয়টা থেকে সার্ভিলেন্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআইর লাইসেন্স ছাড়া খাবার পানি বিক্রি ও বিতরণ করায় আল-সাফি, ড্রিংকিং ওয়াটার, মিরপুর-২ ও এএসপি ড্রিংকিং ওয়াটার, মিরপুর-৬ ইত্যাদির প্রতিষ্ঠানের পানির লাইন বিচ্ছিন্নসহ উৎপাদন বন্ধ করে দেয়া হয়। ওই এলাকায় মোট ১২ হোটেল, রেস্তরাঁ ও টি স্টলে অভিযান পরিচালনা করে ২,৩৫০ নোংরা ও ননফুড গ্রেড জার ধ্বংসসহ একটি পানি ভর্তি পিকআপ জব্দ করে। অভিযানে বিএসটিআইর সহকারী পরিচালকসহ ফিল্ড অফিসাররা অংশ নেন। এদিকে, মিরপুর-১০ ও ইব্রাহিমপুর এলাকায় বিএসটিআই সার্ভিলেন্স টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদ- আইন-১৮ লঙ্ঘন করায় বুধবার ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই। অভিযুক্ত চারটি প্রতিষ্ঠানের মধ্যে মিরপুর-১০ এর গোল চত্বরে মেসার্স নিউ বসুন্ধরা জুয়েলার্স, মেসার্স রুনা জুয়েলার্স, স্বর্ণ পরিমাপে ক্যাশ মেমোতে নন স্ট্যান্ডার্ড ভরি, আনা, রতি ইত্যাদি উল্লেখ করায় এবং মেসার্স টপ টেন-১ কাপড় পরিমাপে গজকাঠি ব্যবহার করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও ইব্রাহিমপুর এলাকার মেসার্স টপ টেন-১ কাপড়ের দোকানে কাপড় পরিমাপে মিটারের বদলে গজকাঠি ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয় এবং আটটি গজকাঠি জব্দ করা হয়। বিএসটিআইর এ অভিযানে সংস্থার সহকারী পরিচালক রেজাউল করিমের নেতৃত্বে সহকারী পরিচালক মোন্নাফ হোসেন, সঞ্জয় কুমার সরকার ও পরিদর্শক লিয়াকত হোসেন অংশগ্রহণ করেন।
×