ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অসমে বৃদ্ধকে জোর করে শূকরের মাংস খাওয়ানোর অভিযোগ, আটক ৫

প্রকাশিত: ০৯:৩১, ১০ এপ্রিল ২০১৯

অসমে বৃদ্ধকে জোর করে শূকরের মাংস খাওয়ানোর অভিযোগ, আটক ৫

ভারতের অসমে গরুর মাংস বিক্রির অভিযোগে এক মুসলিম ব্যক্তিকে নির্যাতন ও হেনস্থা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার রাজ্যটির বিশ্বনাথ জেলায় ঘটনাটি ঘটেছে। -খবর এনডিটিভি অনলাইনের। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে প্রবীণ ওই ব্যক্তিকে জলকাদার মধ্যে হাঁটু গেড়ে তাকে ছেড়ে দেয়ার জন্য কাকুতি-মিনতি করতে দেখা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনায় জড়িত সন্দেহে অন্তত পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কয়েকটি সূত্র জানিয়েছে, স্থানীয়রা ৬৮ বছর বয়সী শওকত আলীকে রাস্তায় ফেলে পিটিয়েছে এবং শাস্তি হিসেবে জোর করে শূকরের মাংস খাইয়েছে। শওকত আলীকে একটি সরকারী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা ও ওই ব্যক্তির ওপর উত্তেজিত জনতা হামলা চালিয়েছে কি না তা নিশ্চিত করতে পারেনি। জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, পৃথক দুটি এফআইআর দায়ের করা হয়েছে, এর মধ্যে একটি শওকত আলীর ভাইয়েরা দায়ের করেছেন। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ভিডিওতে যাদের দেখা গেছে তাদের খোঁজ করছে বলে জানিয়েছে সূত্রগুলো। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজিত জনতা শওকত আলীকে হুমকি দেয়ার সময় জিজ্ঞেস করে, তার গরুর মাংস বিক্রির লাইসেন্স আছে কি না এবং সে বাংলাদেশ থেকে সেখানে গিয়েছি কি না।
×