ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন কোচের অধীনেও বেহাল মোহামেডান

প্রকাশিত: ১১:১২, ৮ এপ্রিল ২০১৯

 নতুন কোচের অধীনেও বেহাল মোহামেডান

জাহিদুল আলম জয় ॥ কিছুতেই ‘কিছু’ হচ্ছে না। ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাবের বিশ্রী দশা অপরিবর্তই আছে। গত ২০ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) টিম বিজেএমসির বিপক্ষে জয়ের পর থেকে ছন্দপতন। ওই জয়ের পর টানা চার ম্যাচ হেরেছে বিখ্যাত সাদা-কালোরা। মাঝে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র। এরপর আবার হ্যাটট্রিক হার। এর মধ্যে নোফেল স্পোর্টিংয়ের মতো দুর্বল দলের কাছেও হারের তোতো স্বাদ পেয়েছে বাংলাদেশের জনপ্রিয় দুই দলের একটি। এরপর এক মাসের বিরতি হয় লীগের। এই ফাঁকে ঝিমিয়ে পড়া মোহামেডানকে ফেরাতে ডাগআউটে আনা হয়েছে অস্ট্রেলিয়ান কোচ সিন লিনকে। তার অধীনেই রবিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে নেমেছিল মোহামেডান। কিন্তু অবস্থার পরিবর্তন ঘটেনি। চিত্রনাট্য ঠিক আগের মতোই আছে। নবাগত পরাশক্তি বসুন্ধরা কিংসের কাছে ৪-১ গোলে হেরে বিধ্বস্ত হয়েছে মোহামেডান। কিংসের হয়ে জোড়া গোল করেন মার্কোস ভিনিসিউস। হেডে একটি গোল করেন মতিন মিয়া। ম্যাচের শেষ দিকে দলের চার নম্বর গোল করেন বখতিয়ার। মোহমেডানের হয়ে একমাত্র গোল করেন গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ে। মোহামেডানকে সপ্তম হারের স্বাদ দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে বসুন্ধরা। বর্তমানে ১০ ম্যাচে দুই জয়, সাত হার ও এক ড্রয়ে মাত্র ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে আছে মতিঝিলপাড়ার ক্লাবটি। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছে শিরোপা প্রত্যাশী বসুন্ধরা। আগের ম্যাচগুলোর তুলনায় এ ম্যাচে মোহামেডান কিছুটা গতিময় ফুটবল খেলে। কিন্তু ছোট ছোট ভুলেই তিন গোল হজম করে তারা। প্রথমটি ম্যাচের ১৯ মিনিটে। বাঁপ্রান্ত দিয়ে মোহাম্মদ ইব্রাহিমের মাইনাসে মোহামেডান তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে দৌড়ে এসে আলতো টোকায় বল জালে পাঠান বসুন্ধরার ভিনিসিউস। সমতা ফেরাতে সময় নেয়নি মোহামেডান। পরের মিনিটেই গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ের আচমকা শট কাঁপিয়ে দেয় কিংসের জাল। সমতা ফেরানো মোহামেডান প্রথমার্ধে আরও দুই গোল হজম করে ব্যাকফুটে চলে যায়। ম্যাচের ৩৭ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের কর্নারে ভিনিসিউসের হেড ফেরান মোহামেডানের এক খেলোয়াড়। উড়ন্ত বলে হেড করে দলকে এগিয়ে নেন মতিন মিয়া। প্রিমিয়ার লীগে এটা মতিনের পঞ্চম গোল। ম্যাচের ৪৪ মিনিটে আরেকটি সংঘবদ্ধ আক্রমণে গোল পায় অস্কার ব্রুজোনের বসুন্ধরা। বলা যায় তাদের গোলটা উপহার দিয়েছে সাদা-কালো জার্সিধারীরা। বখতিয়ারের সেট পিসে মতিন মিয়ার শট সাইড পোস্টে লেগে ফিরে আসে। সামনে পড়া বল অরক্ষিত থাকা ভিনিসিউস জালে পাঠাতে ভুল করেননি। বিরতির পর ম্যাচে ফেরার মতো তেমন আক্রমণ শাণাতে পারেনি মোহামেডান। উল্টো ৮৩ মিনিটে তাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বখতিয়ার। বর্তমানে যে অবস্থা তাতে শুধু ঐতিহ্যের ঢাকডোল পিটিয়ে চলা মোহামেডানের বর্তমান দলের বসুন্ধরাকে হারানোর সামর্থ্য নেই! বিশ্রী মোহামেডানের রক্ষণের দুর্বলতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বখতিয়ার-দুশবেকভ-মার্কোস ভিনিসিউসরা। অন্যদিকে অনেকদিন পর শুরুর একাদশে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামা মোহামেডানের জাহিদ হাসান এমিলি ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় ছিলেন। বল বানিয়ে দেয়া ছাড়াও প্রতিপক্ষের আক্রমণগুলো নষ্টও করে দেয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু দলের হার এড়াতে পারেননি জাতীয় দলের সাবেক এই ফুটবলার। দল বাজেভাবে হারলেও মোহামেডানের নতুন কোচ সিন লিন হতাশ নন। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান এই কোচ বলেন, ‘আমি হতাশ নই। কারণ আমি ম্যাচটি দেখেছি। ছোট ছোট ভুল বিশেষ করে দুর্বল রক্ষণভাগের কারণে আমরা গোল হজম করেছি। প্রথমার্ধে দুটি গোল মিস করেছি। সেটা হলে স্কোরলাইন ৩-৩ হতে পারত। বিরতির পরও সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। এই হার থেকে আমি অনেক কিছু শিখেছি। এটা আমার জন্য ইতিবাচক।’
×