ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রমজানে মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার সুপারিশ

প্রকাশিত: ১০:১২, ৮ এপ্রিল ২০১৯

   রমজানে মূল্য নিয়ন্ত্রণে  পদক্ষেপ নেয়ার সুপারিশ

সংসদ রিপোর্টার ॥ আসন্ন পবিত্র রমজান মাসে মূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য সরবরাহে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ক্ষেত্রে কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সমন্বয় সভা করে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে। রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজালমুক্ত খাদ্য অভিযান জোরদার করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়। এছাড়া ধান, গম ও অন্যান্য খাদ্যশস্যের সরকারী ধার্যমূল্য যাতে কৃষক পায় সে জন্য তদারকি জোরদার করতে পরামর্শ দেয়া হয়। একই সঙ্গে বিদেশী চাল আমদানিতে শুল্ক বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়। বৈঠকের সভাপতি মোহাম্মদ নাসিম বলেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান উন্নত দেশগুলোতে সংসদীয় স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে যেহেতু সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান সেহেতু সংসদীয় কমিটির মাধ্যমে মন্ত্রী এবং সরকারী কর্মকর্তাদের স্ব স্ব কাজের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। খাদ্য মন্ত্রণালয় যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, তাই এই মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কাজে সমন্বয় করা হবে। দেশে দ্রুত নিরাপদ খাদ্য নিশ্চিত করাই এর লক্ষ্য। আসন্ন রমজান মাসে অহেতুক খাদ্যের দাম না বাড়াতে তিনি ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কমিটি পরামর্শ দিয়েছে, দেশে যাতে কোন ধরনের কৃত্রিম খাদ্য সঙ্কট তৈরি না হয় সেজন্য চালের যে হিসাবের কথা বলা হয় গুদামে চালের সেই পরিমাণ মজুদ আছে কিনা বা সরবরাহ করা হচ্ছে কিনা, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরদারিতে রাখতে হবে। বৈঠকে খাদ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং মন্ত্রণালয়ের কার্যক্রম আরও বেগবান করার ক্ষেত্রে যে জনবল সঙ্কট রয়েছে তা নিরসনে শূন্যপদে দ্রুত নিয়োগ শেষ করারও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আব্দুল হাই, আয়েন উদ্দিন, আতাউর রহমান খান ও আঞ্জুমান সুলতানা অংশ নেন। বিমানবন্দরে এমপিদের তল্লাশি শিথিলের সুপারিশ ॥ দেশের বিমানবন্দরে সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশি কিছুটা শিথিল করা এবং আলাদা সারি করার অনুরোধ করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এটি করতে হলে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা প্রয়োজন। রবিবার জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। সূত্র জানায়, বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি নিয়ে আলোচনাকালে এক সংসদ সদস্য বলেন, নিরাপত্তা তল্লাশির প্রয়োজন রয়েছে। তবে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের কোমরের বেল্ট বা জুতা খোলানোর বিষয়টি শিথিল করা যায় কিনা, তা দেখা যেতে পারে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে আলাদা সারি করা যেতে পারে। কমিটির অন্য সদস্যরাও এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিমান মন্ত্রণালয়কে অনুরোধ করেন। এ বিষয়ে কমিটির এক সদস্য সাংবাদিকদের জানান, সবাইকে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়েই যেতে হবে। তবে নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে যাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়, সেটা খেয়াল রাখতে বলা হয়েছে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোকে পরিবেশবান্ধব করতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও উন্নত করা, সেন্ট মার্টিনের পাশাপাশি সোনাদিয়া, মহেশখালী দ্বীপকে পর্যটন আকর্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুপারিশ করে কমিটি। এ ছাড়া বিমানের আসন খালি না রেখে সব টিকেট যেন বিক্রি হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ করে সংসদীয় কমিটি। কমিটির সভাপতি আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক ও সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন।
×