ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সাইফ স্পোর্টিং হারাল নোফেলকে

প্রকাশিত: ১২:০২, ৭ এপ্রিল ২০১৯

 সাইফ স্পোর্টিং হারাল নোফেলকে

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার থেকে আবারও মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন গোলশূন্য ড্র করে রহমতগঞ্জের সঙ্গে। আর ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারায় নবাগত নোফেল স্পোর্টিং ক্লাবকে। নিজেদের দশম ম্যাচে এটা সাইফের ষষ্ঠ জয়। এছাড়া আরও দুই ড্র’তে মোট ২০ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে আছে আগের চতুর্থ অবস্থানেই। ম্যাচের ১২ মিনিটে সতীর্থ ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের পাস থেকে গোল করে সাইফকে এগিয়ে নেন ৩০ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড পার্ক সেউনগিল। পরে তারা আরও বেশ কটি আক্রমণ শানিয়েও আর কোন গোল করতে পারেনি। তবে নোফেলও চেষ্টা করেছে গোল শোধ করার। কিন্তু তাদের সব প্রচেষ্টাই মাথা কুটে মরেছে সাইফের দুর্ভেদ্য রক্ষণদুর্গে এসে। সাইফ যদি এই ম্যাচে ৬-০ গোলে জিততে পারতো তাহলে তারা পয়েন্ট টেবিলে চতুর্থ নয়, শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে তৃতীয় স্থান দখল করতে পারতো। কিন্তু মাঠের খেলায় ৬টি তো দূরের কথা, একটি গোল করতেই অনেক ঘাম ঝরায় তারা। শেষ পর্যন্ত ওই এক গোলে জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। এই ম্যাচের আগে ২০ পয়েন্ট নিয়ে তিনে থাকা শেখ রাসেল গোল গড়ে সাইফের চেয়ে এগিয়ে অনেকটাই (+৯, সাইফের +৪)। তাই রাসেলকে টপকাতে হলে নোফেলকে ৬-০ গোলে হারানোর কঠিন চ্যালেঞ্জ নিতে হতো সাইফকে। যা তারা উৎরাতে পারেনি। ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত দু’বারের লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন তারা মুখোমুখি হয় পুরনো ঢাকার ক্লাব, ‘আইলো’, ‘ডাইলপট্টি’ এবং ‘জায়ান্ট কিলার’ খ্যাত এবং ১৯৭৭ ঢাকা লীগের রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির। দু’দলের মধ্যে লীগ শিরোপা জেতার ক্ষেত্রে এগিয়ে থাকলেও পয়েন্টের নিরিখে চলতি লীগে প্রতিপক্ষ রহমতগঞ্জের চেয়ে বরং বেশ পিছিয়েই ছিল গোপীবাগের দল ব্রাদার্স। শনিবারের ম্যাচে ড্র করে অবশ্য এই অবস্থার একধাপ উত্তরণ ঘটাতে পেরেছে তারা। আগের বেহাল অবস্থার কিঞ্চিৎ উন্নতি আর কী! নিজেদের দশম ম্যাচে এটা তাদের প্রথম ড্র। এছাড়া আগের এক জয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তারা এখন আছে দ্বাদশ স্থানে (১৩ দলের মধ্যে)। পেছনে ঠেলে দিল ‘সোনালি আঁশের দল’ খ্যাত এবং পাঁচবারের লীগ চ্যাম্পিয়ন এক সময়ের পরাক্রমশালী দল টিম বিজেএমসিকে। ৯ খেলায় মাত্র ৩ পয়েন্ট তাদের। এই লীগে একমাত্র দল তারাই যারা এখনও জয়হীন। পক্ষান্তরে দশম ম্যাচে এটা ষষ্ঠ ড্র রহমতগঞ্জের। ৯ পয়েন্ট তাদের। আছে আগের নবম স্থানেই। অথচ দু’দলের কোচের অভিজ্ঞতার তুলনা করলে যোজন ব্যবধানেই এগিয়ে থাকবেন ব্রাদার্স কোচ সৈয়দ নাঈমউদ্দিন। এই ভারতীয় বেশ কয়েক বছর ধরেই ব্রাদার্সের কোচ। তার অধীনে ব্রাদার্স লীগ চ্যাম্পিয়ন হয় দু’বার। রহমতগঞ্জের কোচ সৈয়দ গোলাম জিলানী বয়সে নবীন। কিন্তু এই লীগে তিনি এগিয়ে নাঈমউদ্দিনের চেয়ে। কিন্তু শনিবারের খেলায় নাঈমউদ্দিনের দুর্বল ব্রাদার্সই কিন্তু রুখে দিল জিলানীর তুলনামূলক শক্তিশালী রহমতগঞ্জকে।
×