ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার প্যারোলে মুক্তি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:৩০, ৭ এপ্রিল ২০১৯

খালেদা জিয়ার প্যারোলে মুক্তি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৬ এপ্রিল ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্যারোলে যদি কাউকে মুক্তি দিতে হয় তাহলে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করতে হয়। কিন্তু তার (খালেদা জিয়া) প্যারোলে মুক্তির ব্যাপারে কোন আবেদন পায়নি সরকার। যদি আবেদন পায় তাহলে বিষয়টি বিবেচনা করবে সরকার। বহুল আলোচিত সাতক্ষীরা পুলিশের অনিয়মের বিষয়ে দেশের ১৩ হাজার পুলিশ দুর্নীতিগ্রস্ত কি-না, উচ্চ আদালতের এমন মন্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এই দেশের কেউই আইনের উর্ধে নয়, সেটা এই দেশের জনগণ বারবার প্রমাণ পেয়েছে। আমরা এটাই দেখে আসছি। দেশের সব পুলিশ তো আর অনিয়মের সঙ্গে জড়িত থাকেন না। কিন্তু যারা জড়িত হয়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করছেন, তারাও আইনের উর্ধে নয়। তাদেরও আইনের আওতায় এনে আইনের মাধ্যমেই বিচার করা হবে। শনিবার বেলা একটায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি এলাকায় নবনির্মিত বাহাদুরাবাদ ঘাট নৌ থানা ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ ছাড়াও নৌ থানা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণের জন্য প্রয়োজনীয় যা যা কিছু করা দরকার একে একে আমরা তার সব কিছুই করে যাচ্ছি। এরই অংশ হিসেবে আপনাদের এই এলাকার জানমালের নিরাপত্তা এবং বাহাদুরাবাদ ঘাট নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই ভবনসহ এই নৌ থানা করে দেয়া হলো।
×