ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রেনে ঈদের টিকেট ঘরে বসেই কেনা যাবে ॥ মন্ত্রী

প্রকাশিত: ১০:১৫, ৬ এপ্রিল ২০১৯

 ট্রেনে ঈদের টিকেট ঘরে বসেই কেনা যাবে ॥ মন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আগামী পবিত্র ঈদে শুধু কমলাপুর স্টেশন থেকে নয় ঢাকার বিভিন্ন স্থানসহ বিশেষ এ্যাপসের মাধ্যমেও যাত্রীরা টিকেট কিনতে পারবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। একইসঙ্গে পহেলা বৈশাখ থেকেই ঢাকা থেকে রাজশাহীতে একটি ননস্টপ আন্তঃনগর ট্রেন চালু করার ঘোষণা দেন তিনি। এ মাসেই রেলওয়ের এই বিশেষ এ্যাপসটি চালু করা হবে। শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী একমাস পর কমলাপুর স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। পরিদর্শনকালে তিনি স্টেশনের পরিচ্ছন্নতাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। কথা বলেন যাত্রীদের সঙ্গে, অভিযোগও শোনেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন, রেলওয়ে মহাপরিচালক কাজী রখিকুল আলমসহ রেল ও মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা এবং কমলাপুর স্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকদের রেলমন্ত্রী বলেন, এ মাসের মধ্যেই রেলওয়ে এ্যাপস চালু হতে যাচ্ছে। এ এ্যাপ চালু হলে রেল যাত্রীদের সেবায় আমূল পরিবর্তন আসবে। তখন আর কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করতে হবে না। অনলাইনে এ্যাপস ব্যবহার করে যাত্রীরা ঘরে বসেই টিকেট সংগ্রহ করতে পারবেন। মন্ত্রী বলেন, পহেলা বৈশাখে আমরা ঢাকা-রাজশাহীর মধ্যে একটি বিরতিহীন ট্রেন চালুর উদ্যোগ নিয়েছি। আশা করছি, আমরা ওই সময়ে ট্রেন চালু করতে পারব। ইন্দোনেশিয়া থেকে আধুনিক কোচ আনা হয়েছে, সেগুলো সংযোজন করা হবে ট্রেনটিতে। ট্রেনটি বিরতিহীন হওয়ায় অন্য কোন স্টেশনে দাঁড়াবে না। ফলে খুব অল্প সময়ের মধ্যে রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহী যাওয়া-আসা করতে পারবেন যাত্রীরা। সুজন জানান, ঈদের টিকেট সংগ্রহে যাত্রীদের নানা ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করতে হয়। এ্যাপ চালু হলে যাত্রীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এ্যাপস ব্যবহার করে টিকেট সংগ্রহ করতে পারবেন। আমরা চিন্তা করছি ঈদ যাত্রায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে টিকেট বিক্রির উদ্যোগ নিতে। রেলকে এগিয়ে নিতে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। আশা করা যায়, খুব অল্প সময়ের মধ্যেই জনগণ রেলের সর্বোচ্চ সেবা পাবেন।
×