ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চালকদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে ॥ আতিক

প্রকাশিত: ১০:৩০, ৫ এপ্রিল ২০১৯

চালকদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে ॥ আতিক

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে নেয়া পদক্ষেপ তুলে ধরতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফের কথা বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা। বৈঠকে নব নির্বাচিত মেয়র জানান, গাড়িচালক মাদকাসক্ত কি না তা চিহ্নিত করতে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্ট ও টেস্টে উত্তীর্ণ হওয়া ছাড়া কেউ বাস চালাতে পারবে না। এ লক্ষ্যে চালকদের জন্য ডোপ টেস্ট এখন থেকে বাধ্যতামূলক করার কথাও জানান মেয়র। বৃহস্পতিবার দুপুরে উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসসহ (বিইউপি) কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মেয়র। গত ১৯ মার্চ রাজধানীর প্রগতি সরণির বসুন্ধরা গেট এলাকায় বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী বাসচাপায় নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে ফের রাস্তায় নামেন শিক্ষার্থীরা। তারা নিরাপদ সড়কের জন্য বেশকিছু দাবি দাওয়া তুলে ধরেছিলেন মেয়রের কাছে। তখন মেয়র সকল দাবি দাওয়া যৌক্তিক ও তা মেনে নেয়ার আশ্বাস দিলে রাস্তা ছেড়ে যাওয়া শিক্ষার্থীরা দাবি পূরণে সময় বেঁধে দিয়েছিলেন। সে বিষয়গুলোতে অগ্রগতি জানাতে শিক্ষার্থীদের সঙ্গে মেয়রের এই বৈঠক হয়। সেখানে বিইউপি ছাড়াও নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেন। ঢাকায় নিরাপদ সড়ক বাস্তবায়নে ‘অনেক জঞ্জাল’ সরাতে হবে মন্তব্য করে এর জন্য সময় চান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সড়কে যানবাহনের ফিটনেস টেস্টে উন্নত প্রযুক্তি ব্যবহার, লাইসেন্স প্রদান ও নবায়নে বিআরটিএকে নিয়মনীতি মেনে চলা, ঢাকা মহানগরের পরিবহন ব্যবস্থা একটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে নিয়ে আসা, চালকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা, শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া, নগরে ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং নির্মাণ ও ট্রাফিক ব্যবস্থার ডিজিটালাইজেশন নিয়ে সভায় আলোচনা করেন শিক্ষার্থীরা। তাদের উদ্দেশে মেয়র বলেন, তোমাদের দাবি-দাওয়ার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি না। তবে এসব দাবি পূরণ সময়ের ব্যাপার। আমাদের আরও সময় দিতে হবে। আমরা সব দাবি দাওয়াই ধীরে ধীরে পূরণ করব। আমাদের দেখতে হবে কোথায় দ্রুত কাজ করতে হবে। আর কিছু ক্ষেত্রে তো লংটার্ম চিকিৎসা দিতে হবে। পারসেপশন বুঝতে হবে আমাদের। চালকদের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে বিআরটিএর নানা দুর্নীতি নিয়ে সভায় তোপের মুখে পড়েন এই বিভাগের কর্মকর্তারা। তাদের সতর্ক করে আতিকুল ইসলাম বলেন, জবাবদিহি নিশ্চিত করতে হবে। পুরো সিস্টেমটাকে ইমিডিয়েটলি একটা অটোমেশনের মধ্যে আনতে হবে। হাল্কা যানবাহনের লাইসেন্স নিয়ে কেউ যেন ভারি যানবাহন চালানোর অনুমতি না পায়। সেই সঙ্গে ভারি যানবাহনের লাইসেন্স পেতে যে জটিলতা আছে, তাও নিরসন করতে হবে। সভায় বাস মালিক সমিতির প্রতিনিধিরাও এসেছিলেন। মেয়র মালিকপক্ষকে চুক্তিভিত্তিক চালক নিয়োগ প্রক্রিয়া থেকে সরে আসার অনুরোধ জানান। নিরাপদ সড়কের দাবিগুলোর বিষয়ে বাস্তবায়নের অগ্রগতি নিয়ে মে মাসের শুরুতে আবারও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন মেয়র আতিকুল ইসলাম। সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, বিআরটিএ চেয়ারম্যান মশিউর রহমান, ট্রাফিক উত্তরের ডিসি প্রবীর কুমার রায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক নিয়াজ আহমেদও এসেছিলেন। বৈঠকে বিআরটিএ চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বলেন, আমরা বিআরটিএকে দালালমুক্ত করতে ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে ১৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। তারা সর্বক্ষণিকভাবে বিআরটিএতে কাজ করছে এবং অনেক দালালকে শাস্তি দিয়েছেন। ছাত্রদের দাবির প্রেক্ষিতে বিআরটিএর অভিযানে এখন থেকে ছাত্ররা যুক্ত থাকার সিদ্ধান্ত হয়।
×