ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়াগামী ২৭ রোহিঙ্গা টেকনাফ থেকে উদ্ধার

প্রকাশিত: ১১:৩৬, ৪ এপ্রিল ২০১৯

মালয়েশিয়াগামী ২৭ রোহিঙ্গা টেকনাফ থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে সাগর উপকূল দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া গমনের প্রস্তুতিকালে পৃথক অভিযানে ২৭ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বিজিবি। বুধবার ভোরে টেকনাফ ব্যাটালিয়নের বিজিবি জওয়ানরা সাগর উপকূলে মহেশখালীয়া পাড়ায় এ অভিযান চালায়। জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টের বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীয়া পাড়া উপকূলে নৌকার জন্য অপেক্ষমাণ ২ পুরুষ, ৯ মহিলা ও ২ শিশুসহ ১৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে। পরে বিজিবি জানতে পারে যে তারা সবাই বাংলাদেশে আশ্রিত ও মালয়েশিয়াগামী রোহিঙ্গা। মঙ্গলবার রাতে একই বিওপির টহল দল কাটাবুনিয়া খালের মুখে অভিযান চালিয়ে এক পুরুষ, ৭ মহিলা ও ৬ শিশুসহ ১৪ বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে উদ্ধার করেছে। উদ্ধারকৃতরা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা। তাদের স্ব স্ব ক্যাম্পে প্রেরণ করা হয়েছে বলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার নিশ্চিত করেন। কুড়িগ্রামে পাসপোর্ট অফিসে ৪ রোহিঙ্গা নারী আটক ॥ স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম জানান, কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক দালালসহ ৪ রোহিঙ্গা নারীকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। বুধবার বিকেলে পাসপোর্ট অফিসে আবেদন করতে এসে সন্দেহ হলে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিন আল পারভেজ তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
×