ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ খেলা দুই নারী ফুটবলার আসছেন বাংলাদেশে

প্রকাশিত: ১২:১০, ৩ এপ্রিল ২০১৯

বিশ্বকাপ খেলা দুই নারী ফুটবলার আসছেন বাংলাদেশে

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গমাতা অনুর্ধ-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বাংলাদেশে আসছেন কলম্বিয়ার হয়ে ফিফা বিশ্বকাপ খেলা দুই নারী ফুটবলার। জেসিকা হুরতাদো এবং কেতেরিন ফেবিওলা নামের সাবেক এই দুই ফুটবলার বাংলাদেশে ১১ এপ্রিল এসে অংশ নেবেন টুর্নামেন্টের প্রচারণায়। এদিকে চূড়ান্ত হয়েছে ট্রফির নকশাও। যেটি তৈরি করছে লন্ডনের বিখ্যাত শিরোপা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইংকার ম্যান। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে আসবে শিরোপা। এরপর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে জনসম্মুখে। জেসিকা হুরতাদো। ১০ নম্বর জার্সিতে কলম্বিয়া জাতীয় নারী দলের হয়ে বিশ্বকাপে খেলা এই ফুটবলার অপরিচিত এ দেশে। তবে বঙ্গমাতা গোল্ডকাপের মাধ্যমে এবার তাকে চিনতে যাচ্ছে সবাই। সঙ্গে আসছেন কেতেরিন ফেবিওলা নামে একই দেশের আরও এক সাবেক ফুটবলার। মূলত টুর্নামেন্টের জৌলুস বাড়াতেই লাতিন আমেরিকা থেকে উড়িয়ে আনা হচ্ছে তাদের।
×