ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয় পেল গাজী গ্রুপ, মোহামেডান, শাইনপুকুর

প্রকাশিত: ১২:০৯, ৩ এপ্রিল ২০১৯

জয় পেল গাজী গ্রুপ, মোহামেডান, শাইনপুকুর

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অষ্টম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব জিতেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিং ক্লাবকে বৃষ্টি আইনে ৪৯ রানে হারিয়েছে গাজী গ্রুপ। বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে মোহামেডান। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে বৃষ্টি আইনে ৪৮ রানে জিতেছে শাইনপুকুর। গাজী গ্রুপ-উত্তরা ম্যাচ, মিরপুর ॥ ম্যাচটিতে আগে ব্যাট করে গাজী গ্রুপ ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৩৫ রান করে। ব্যাটসম্যানদের ঐক্যবদ্ধ নৈপুণ্যে স্কোরবোর্ড মজবুত হয়। শামসুর রহমানের ৫১ রানের সঙ্গে দুই ওপেনার মাইশুকুর রহমান ও মেহেদী হাসান ৪৪ রান করে করেন। জবাব দিতে নেমে বৃষ্টির বাধায় উত্তরার সামনে ৩৩ ওভারে জিততে ১৮৮ রানের টার্গেট দাঁড় হয়। ৩১ ওভারে ১৩৮ রান করতেই গুটিয়ে যায় উত্তরা। আনিসুল ইসলাম ইমন ৫০ রান করতে পারেন। সঞ্জিত শাহা ৪ উইকেট শিকার করেন। মেহেদী হাসান বল হাতেও নেন ২ উইকেট। স্কোর ॥ গাজী গ্রুপ ইনিংস- ২৩৫/৯; ৫০ ওভার (শামসুর ৫১, মেহেদী ৪৪, মাইশুকুর ৪৪; রশিদ ৩/৪৩)। উত্তরা এসসি ইনিংস- (টার্গেট ৩৩ ওভারে ১৮৮ রান) ১৩৮/১০; ৩১ ওভার (ইমন ৫০, শাকির ২৮; সঞ্জিত ৪/২০, মেহেদী ২/৩৩)। ফল ॥ গাজী গ্রুপ বৃষ্টি আইনে ৪৯ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মেহেদী হাসান (গাজী গ্রুপ)। মোহামেডান-ব্রাদার্স ম্যাচ, বিকেএসপি ॥ দুই দলের ম্যাচটিতে এক দল ব্যাটিং করে। মোহামেডান শুধু ব্যাটিং করে। তাতেই জয় আসে। কিভাবে? মোহামেডানের ইনিংস শেষে বৃষ্টি পড়ে। খেলা বন্ধ থাকে। স্বাভাবিকভাবে রিজার্ভ ডে’তে খেলা হওয়ার কথা। কিন্তু ব্রাদার্স খেলতে অপারগতা জানানোয় মোহামেডানকে জয়ী ঘোষণা করা হয়। আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩১৬ রান করে মোহামেডান। ইরফান শুকুর (৯২) ৮ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। অভিষেক মিত্রও করেন ৬৮ রান। রকিবুল হাসানও (৫০) হাফ সেঞ্চুরি করেন। সোহাগ গাজীর ব্যাট থেকে আসে অপরাজিত ৪৩ রান। যে রান স্কোরবোর্ডে জমা হয়, ব্রাদার্স যেন আগেই হাল ছেড়ে দেয়। মোহামেডান তাই জয়ী হয়। স্কোর ॥ মোহামেডান ইনিংস- ৩১৬/৯; ৫০ ওভার (ইরফান ৯২, অভিষেক ৬৮, রকিবুল ৫০, সোহাগ ৪৩*; শরীফ ৩/৪৪)। ব্রাদার্স ইনিংস- খেলতে অপারগতা জানায়। ফল ॥ মোহামেডান জয়ী। শাইনপুকুর-প্রাইম ব্যাংক ম্যাচ, ফতুল্লা ॥ শাইনপুকুর শুরুতে বড় স্কোর গড়াতে বেঁচে যায়। আগে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৪৫ রান করে শাইনপুকুর। তৌহিদ হৃদয়ের ৮৩ ও ওপেনার সাদমান ইসলামের ৭৮ রানে তা সম্ভব হয়। শুভাগত হোম শেষে গিয়ে ২৮ বলে অপরাজিত ৪৪ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। আরিফুল হক ৩ উইকেট নেন। শাইনপুকুরের ইনিংস শেষ হলে বৃষ্টির বাধায় প্রাইম ব্যাংকের সামনে জিততে ২০ ওভারে ১৪৯ রানের টার্গেট দাঁড় হয়। ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ১০০ রান করতে পারে প্রাইম ব্যাংক। ঈশ্বরন ৩৯ রান করতে পারেন। দেলোয়ার হোসেন ৩ উইকেট নেন। স্কোর ॥ শাইনপুকুর ইনিংস- ২৪৫/৮; ৫০ ওভার (হৃদয় ৮৩, সাদমান ৭৮, শুভাগত ৪৪*; আরিফুল ৩/৩৭)। প্রাইম ব্যাংক ইনিংস- (টার্গেট ২০ ওভারে ১৪৯ রান) ১০০/৯; ২০ ওভার (ঈশ্বরন ৩৯, নাঈম ১৬*; দেলোয়ার ৩/১৬, সাব্বির ২/১১)। ফল ॥ শাইনপুকুর বৃষ্টি আইনে ৪৮ রানে জয়ী। ম্যাচসেরা ॥ তৌহিদ হৃদয় (শাইনপুকুর)।
×