ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৬ শতাংশ ভোটে চতুর্থ দফার উপজেলা নির্বাচন

প্রকাশিত: ১৩:১০, ২ এপ্রিল ২০১৯

 ৩৬ শতাংশ ভোটে চতুর্থ দফার উপজেলা  নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম তিন দফায় ভোটের হার ৪০ শতাংশের ওপরে থাকলেও চতুর্থ দফায় তা ৩৬ শতাংশে নেমে এসেছে। পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রবিবার চতুর্থ দফায় ১০৬টি উপজেলায় ভোটগ্রহণ হয়। সোমবার নির্বাচন কমিশন থেকে ভোটের হার জানা যায়। ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, চতুর্থ ধাপে ১ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৬৮১ জন ভোটারের মধ্যে চেয়ারম্যান পদে ৬০ লাখ ৫৪ হাজার ৬১৫ জন ভোট দিয়েছেন। এটা মোট ভোটারের ৩৬ দশমিক ৫০ শতাংশ। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের বর্জনের মধ্যে চলমান উপজেলা নির্বাচন জৌলুসহীন হয়ে পড়ার পর ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতিও কম। জানা গেছে, প্রথম ধাপে ভোটের হার ছিল ৪৩ দশমিক ৩২ শতাংশ; দ্বিতীয় ধাপে তা কমে দাঁড়ায় ৪১ দশমিক ২৫ শতাংশে। তৃতীয় ধাপে সামান্য বেড়ে ৪১ দশমিক ৪১ শতাংশে গেলেও পরের ধাপে ভোটের হার ৪ ভাগ ভাগ কমল। সব মিলিয়ে চার ধাপে গড়ে এবার ভোট পড়েছে ৪১ শতাংশ। আগামী ১৮ জুন পঞ্চম ধাপে ৩০টির মতো উপজেলায় ভোটগ্রহণ হবে। ইসি কর্মকর্তারা জানান, এ ধাপে সব থেকে বেশি ভোট পড়েছে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শতকরা ৭০ দশমিক ৮২ শতাংশ। এই উপজেলার এক লাখ আট হাজার ৩৫৭ জন ভোটারের মধ্যে ৭৬ হাজার ৭৪২ জন ভোট দেন। সব থেকে কম ভোট পড়েছে ফেনী সদর উপজেলায়। এই উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছিল। সেখানে তিন লাখ ৪৮ হাজার ২৫৯ জন ভোটারের মধ্যে ৪৭ হাজার ১৮ জন ভোট দেন। ভোটের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। চতুর্থ ধাপে আওয়ামী লীগের ৭৩ প্রার্থী নির্বাচিত হয়েছেন। এরমধ্যে ৪৯ জন ভোটে ও ২৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জাতীয় পার্টি জেপি থেকে চেয়ারম্যান পদে একজন এবং স্বতন্ত্র প্রার্থী ৩২ জন ভোটে জিতেছেন চতুর্থ ধাপে।
×