ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুগল ম্যাপসে স্ন্যাকস গেম

প্রকাশিত: ১১:১৪, ২ এপ্রিল ২০১৯

গুগল ম্যাপসে স্ন্যাকস গেম

এপ্রিল ফুলস’ ডে-তে ম্যাপস এ্যাপে ক্লাসিক গেম স্ন্যাকস-এর একটি সংস্করণ চালু করেছে গুগল। সাময়িকভাবে এ্যাপেতে এই গেম এনেছে প্রতিষ্ঠানটি। ক্ল্যাসিক এই গেমটি পুরো সপ্তাহ জুড়েই থাকবে বলে জানানো হয়েছে। যেসব গ্রাহকের এ্যাপ নেই তাদের জন্য গেমের আলাদা একটি সাইটও উন্মুক্ত করেছে গুগল। ম্যাপস এ্যাপের মেনু থেকে গেমটি চালু করতে পারবেন গ্রাহক। নির্দিষ্ট শহর বাছাই করে ট্রেন বা বাস সোয়াইপ করে যাত্রী ও স্থাপনা তোলা যাবে গেমটিতে। আগের মাসে সর্বশেষ এ্যাপটিতে ফিচার আপডেট এনেছে গুগল। রাস্তায় দীর্ঘকালীন যাত্রায় সহায়তা করতে এতে যোগ হয়েছে গতিসীমা। এই ফিচারের মাধ্যমে ম্যাপের কোণায় নির্দিষ্ট রাস্তার গতিসীমা দেখানো হয়। রাস্তার গতিসীমা দেখানোর পাশাপাশি গ্রাহক যাতে ম্যাপে গতি মাপার ক্যামেরা চিহ্নিত করতে পারেন সেজন্য আইকনও দেখানো হয় এ্যাপটিতে। রাস্তার গতিসীমা দেখানোর ফিচারটি আপাতত নির্দিষ্ট কিছু দেশেই সীমিত রয়েছে। এর মধ্যে রয়েছে ডেনমার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এ ছাড়া গতির ক্যামেরা আইকন উন্মুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে। -ওয়েবাসইট
×