ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৪ দলের বৈঠক শেষে নাসিম

দুর্নীতিবাজদের পক্ষ নেয়ায় বিএনপি জনবিচ্ছিন্ন

প্রকাশিত: ১১:০৭, ২ এপ্রিল ২০১৯

দুর্নীতিবাজদের পক্ষ নেয়ায় বিএনপি জনবিচ্ছিন্ন

বিশেষ প্রতিনিধি ॥ সড়কে নৈরাজ্য, মাদক ও সরকারী বিভিন্ন সংস্থায় অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল। কর্মসূচী ঘোষণাকালে বিএনপিকে উদ্দেশে করে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ভুলের পর ভুলের আবর্তে ঘুরপাক খাবেন না। এখনও সময় আছে ইস্যুবিহীন ইস্যু নিয়ে ষড়যন্ত্র না করে সংসদে এসে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিন, আপনাদের নেত্রীর মুক্তি চান। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সড়কে নৈরাজ্য, মাদক ও সরকারী বিভিন্ন সংস্থায় অনিয়মের বিরুদ্ধে ১৪ দলের ধারাবাহিক কর্মসূচী ঘোষণা করে মোহাম্মদ নাসিম বলেন, আগামী ১০ ও ১১ এপ্রিল রাজধানীর মতিঝিল ও মোহাম্মদপুরে অভিভাবক কর্মসূচী পালন করা হবে। আর ১৫ এপ্রিল ‘মাদক ও সড়কে নৈরাজ্য : আমাদের করণীয়’ শীর্ষক এবং ১৬ এপ্রিল ‘সামাজিক অপরাধসহ বিভিন্ন সরকারী সংস্থায় অনিয়ম : আমাদের করণীয়’ শীর্ষক দুটি গোলটেবিল বৈঠক সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তিনি জানান, এসব কর্মসূচীতে ১৪ দলের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের (জামায়াত ছাড়া) নেতারা, পেশাজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা, ছাত্র, যুব ও নারী নেতারা, বিআরটিএ, সড়ক পরিবহন শ্রমিক নেতা, এনজিও এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হবে। সবার সুপারিশ পরে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে। এ ব্যাপারে আমরা সরকারকে সহযোকরতে চাই। নাসিম জানান, এসব ছাড়াও ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আগামী ১৯ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন প্রাঙ্গণে ১৪ দলের উদ্যোগে সমাবেশ কর্মসূচী পালন করা হবে। আর সামনে রমজান মাস আসছে। সাধারণত রমজান মাস এলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে। এবার জিনিসপত্রের দাম যাতে না বাড়ে সেজন্য ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবে কেন্দ্রীয় ১৪ দল। সব কিছু নিয়ে রাজনীতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সব কিছু নিয়ে রাজনীতি করা বিএনপি নেতাদের একটা স্বভাবে পরিণত হয়েছে। বাংলাদেশে যে কোন ঘটনার জন্য সরকারকে দায়ী করা যেন তাদের একটা ফ্যাশনে পরিণত হয়েছে। একজন দুর্নীকে গ্রেফতার করলেও তার পক্ষ নিয়ে রাজনীশুরু করবেন এটা মানা যায় না। দুর্নীদের রাজনীতে সাপোর্ট করার কারণেই বিএনএখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, বনানী এফ আর টাওয়ারের মালিককে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে বিএনপি থেকে বলা হলো, রাজনৈতিক কারণে তাকে গ্রেফতার করা হয়েছে! আমি বলি, বিএনপি নেতারা কি অপরাধ করতে পারে না? এফ আর টাওয়ারের মা১৮ তলার অনুমতি নিয়ে ২২ তলা বিল্ডং করেছে। এই অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। একজন দুর্নীকে গ্রেফতার করলেই আপনারা তার পক্ষ নিয়ে রাজনীশুরু করেন কেন? নাবলেন, বিএনভুলের রাজনীতে ঘুরপাক খাচ্ছে। ভুলের রাজনীকরতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা হতাশায় ভুগছে। নিজেরা আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়ে এখন সরকারের সবকিছুর বিরোধিতা করছে। দলটি যে কোন সময় ষড়যন্ত্রের রাজনীতি শুরু করতে পারে। তাদের এ ধরনের রাজনীসম্পর্কে সকলকে সজাগ থাকাতে হবে। তিনি বলেন, সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আন্তরিক। জেলকোড অনুযায়ী তার প্রাপ্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। সরকার বিঘ্ন প্রকল্প নিয়ে দেশের উন্নয়নে কাজ করছে। কিন্তু প্রশাসনে থাকা কিছু দুর্নীকর্মকর্তার কারণে অনেক প্রকল্প শেষ হচ্ছে না। এ কাজগুলো যারা করছে তাদের চিহ্নত করতে হবে। এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স র্পার সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. অসীত বরণ রায়, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
×