ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বন্দুকযুদ্ধে তিন মাদক কারবারি নিহত

প্রকাশিত: ১০:৪৫, ১ এপ্রিল ২০১৯

 কক্সবাজারে বন্দুকযুদ্ধে  তিন মাদক  কারবারি নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে বিজিবি ও পুলিশের সঙ্গে ইয়াবা কারবারিদের পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় মাদক সম্রাজ্ঞী রোহিঙ্গা নারী রোমেনা আক্তারসহ তিনজন নিহত হয়েছে। রবিবার ভোরে নাফ নদীর ওমরখাল পয়েন্ট ও মৌলভীবাজার এলাকায় বন্দুকযুদ্ধের পৃথক এ ঘটনাগুলো ঘটে। টেকনাফ সীমান্ত পয়েন্ট ব্যবহার করে রোহিঙ্গাদের ইয়াবা চালান আনার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে খবর আসে সীমান্তরক্ষীদের কাছে। সেই সূত্র ধরে রবিবার মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশ করার সময় বিজিবি ও মাদক কারবারিদের মধ্যে গোলাগুলি সংঘটিত হয়। ওমরখাল পয়েন্ট দিয়ে নৌকাযোগে একদল রোহিঙ্গা ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশ করার সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে ধারালো অস্ত্র দিয়ে বিজিবিকে আক্রমণ ও ফাঁকা গুলিবর্ষণ করে। এতে বিজিবির এক সদস্য আহত হয়। বিজিবি আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর ইয়াবা কারবারি রোহিঙ্গারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২টি কিরিচ ও গুলিবিদ্ধ এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করে বিজিবি। ওই মহিলার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। নিহত রোহিঙ্গা মহিলা সম্রাজ্ঞী মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার রাইম্যাবিলের বেদারুল ইসলামের স্ত্রী রোমানা আক্তার (২০) লেদা রোহিঙ্গা বস্তির নং-সি/৬ ব্লকের ৪০নং কক্ষে আশ্রিত রোহিঙ্গা। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
×