ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে নারী হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:৩৮, ৩১ মার্চ ২০১৯

নারায়ণগঞ্জে নারী হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর টানবাজার র‌্যালি বাগান এলাকার আরজু বেগম হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে টানবাজার দক্ষিণ র‌্যালি বাগান থেকে আরজু বেগমের লাশ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিলসহ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। দক্ষিণ র‌্যালি বাগান ভূমি রক্ষা পঞ্চায়েত কমিটি ও মাদকনির্মূল কমিটিসহ এলাকাবাসীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়। এদিকে নিহত আরজু বেগমের লাশ শনিবার বিকেলে নগরীর মাসদাইর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। বক্তারা অভিযোগ করে বলেন, একটি পরিবার মাদক কারবারিদের শেল্টার দিতে গিয়ে, মাদক কারবারিদের পুনর্বাসনের লক্ষ্যে আরজু বেগমকে নির্মমভাবে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। তারা বলেন, একটি শিক্ষিত পরিবার লোক এবং এক আইনজীবী মাদক কারবারিদের শেল্টার দিচ্ছেন। অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে তাদের সনদ বাতিল করাসহ সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য বক্তারা আইনমন্ত্রী ও বার কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করেন। নিহত আরজু বেগমের মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট কোনভাবেই যেন প্রভাবশালীদের চাপে পরিবর্তন করা না হয় সে বিষয়টির প্রতিও নজর দিতে বলেন। যদি সেটি পরিবর্তন করা হয় তাহলে আবারও রাজপথে নেমে শহর অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিহাদ চলছে। এই জিহাদ চলবে। শরীরে একবিন্দু রক্ত থাকতে কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবে না। মিছিল ও সমাবেশে শেষে নিহত আরজু বেগমের মরদেহ শহরের মাসদাইর পৌর কবরস্থানে সমাহিত করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে নগরীর দক্ষিণ র‌্যালি বাগান এলাকায় মাদকবিরোধী সভা চলাকালে একটি পক্ষ সেখানে হামলা চালায়। এসময় তারা পাঁচ সন্তানের জননী আরজু বেগমকে মারধরসহ বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে বলে অভিযোগ করে তার পরিবার।
×