ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ পৌরসভার সার্ধশত বছরপূর্তি উৎসব আজ শুরু

প্রকাশিত: ০৯:৩৪, ৩১ মার্চ ২০১৯

সিরাজগঞ্জ পৌরসভার সার্ধশত বছরপূর্তি উৎসব আজ শুরু

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ পৌরসভার সার্ধশত বছর (১৫০ বছর) পূর্তি উৎসব উদ্যাপনে দুই দিনব্যাপী নানা কর্মসূচী নেয়া হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার হল রুমে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচীর কথা জানান পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। দুই দিনব্যাপী এই কর্মসূচীতে প্রথম দিন ৩১ মার্চ রবিবার সকালে পৌর নাগরিকদের সমন্বয়ে আনন্দ র‌্যালি বের করা হবে। এদিন বিকেলে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন ১ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। মাটি চাপা পড়ে বোরিং মিস্ত্রির মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সেচ পাম্পের ভূ-গর্ভস্থের ফেটে যাওয়া পাইপ মেরামত করতে গিয়ে মাটি চাপা পড়ে রহিদুল ইসলাম (৪০) নামে এক বোরিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সারে আটটার দিকে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ি ধাইজানপাড়া নামক গ্রামে। নীলফামারী ও কিশোরীগঞ্জ উপজেলার দুইটি ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা তিন ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে রাত সাড়ে ১১টার দিকে ১৫ ফিট মাটির নিচ থেকে ওই মিস্ত্রির মরদেহ উদ্ধার করে। নিহত রহিদুল পার্শ¦বর্তী জলঢাকা উপজেলার খুটামারী গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে। জানা যায়, কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ি ধাইজানপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে কৃষক সাদেকুল ইসলামের সেচ পাম্পের পাইপ মাটির নিচে ফেটে যায়।
×