ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বামনপাড়া স্কুলে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া সদরের নামুজা ইউনিয়নের বামনপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসবে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী

প্রকাশিত: ০৯:৩৪, ৩১ মার্চ ২০১৯

বামনপাড়া স্কুলে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান   স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া সদরের নামুজা ইউনিয়নের বামনপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসবে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া সদরের নামুজা ইউনিয়নের বামনপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসবে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রাগেবুল আহসান রিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। তিনি বলেন, আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো বগুড়া জেলাকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সম-অধিকার প্রদান করে শিক্ষার মান উন্নত করা। বাল্যবিয়ে, সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও দুর্নীতি মুক্ত জেলা গড়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছি। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহব্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলী আহম্মেদ রাজু, দৈনিক জনকণ্ঠের মফস্বল সম্পাদক মীর লিয়াকত আলী, জোবায়দা আহসান, সদর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক খলিলুর রহমান ও প্রধান শিক্ষক আব্দুল মাজেদ রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
×