ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সচিবালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১১:১৪, ২৯ মার্চ ২০১৯

 সচিবালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সচিবালয়ের নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজীব ঘোষ জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে অর্থ মন্ত্রণালয়ের নির্মাণাধীন ১১ নম্বর ভবনে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, নির্মাণাধীন ২২ তলা ভবনটির ৯ম তলার বাইরের দিক থেকে নিচে পড়ে যাওয়ার সময় তৃতীয় তলায় একটি রডের সঙ্গে ঝুলে গিয়ে আশরাফুল মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আশরাফুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সচিবালয়ের সাত নম্বর ভবনের পাশেই নির্মাণ হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের নতুন ২২ তলা ভবন। আশরাফুল ওই ভবনের পশ্চিম পাশের বাইরের দিকের দেয়ালে প্লাস্টারের কাজ করছিল বাঁশের মাচার ওপর দাঁড়িয়ে। বেলা পৌনে ১১টার দিকে হঠাৎ করেই আশরাফুল পা ফসকে নিচে পড়ে যায়। পড়তে গিয়ে একটি পাইপের দ্বারা মাথায় প্রবলভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অর্থ মন্ত্রণালয়ের গাড়িচালক জুয়েল জানান, হঠাৎ একটা বিকট শব্দ হলে তাকিয়ে দেখেন এক শ্রমিক পাইপের সঙ্গে ঝুলে আছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার পায়ে রশি বেঁধে তিন তলায় নামিয়ে আনে। সেখান থেকে পরে নিচে নামানো হয়। তার মাথা থেঁতলে গিয়েছিল। নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে জিকে বিল্ডার্স। তদন্ত কমিটি ॥ দুর্ঘটনায় ৪ (চার) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মোঃ আফজাল হোসেনকে আহ্বায়ক করে এবং মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহমুদুর রহমান হাবীবকে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির অপর দুই সদস্য হলেন স্থাপত্য অধিদফতরের একজন উপ-প্রধান স্থপতি ও গণপূর্ত ডিজাইন সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী। এ কমিটিকে বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক দুর্ঘটনার কারণ এবং ভবিষ্যত করণীয় বিষয়ে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয় এ তদন্ত কমিটি গঠন করে। অপরদিকে সংঘটিত দুর্ঘটনা তদন্তে গণপূর্ত অধিদফতর অডিট ও মনিটরিং সার্কেল, ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সাঈদ মাহবুব মোরশেদকে আহ্বায়ক ও গণপূর্ত ডজাইন বিভাগ-২, ঢাকার নির্বাহী প্রকৌশলী মোঃ ইমদাদুল হককে সদস্য সচিব করে ৩ সদস্যের অপর একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটির অপর সদস্য হলেন গণপূর্ত ই/এম প্ল্যানিং বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আবু তালেব। এ কমিটিকে সরেজমিনে পরিদর্শন ও ৩ (তিন) কর্মদিবসের মধ্যে মতামত প্রদান করতে বলা হয়েছে।
×