ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গাইবান্ধার চরাঞ্চলে ঘরে ঘরে এখন সৌরবিদ্যুত

প্রকাশিত: ০৯:২৭, ১৮ মার্চ ২০১৯

 গাইবান্ধার চরাঞ্চলে  ঘরে ঘরে এখন  সৌরবিদ্যুত

অর্থনৈতিক রিপোর্টার ॥ গাইবান্ধার চরাঞ্চলে ঘরে ঘরে এখন সৌর বিদ্যুত। গ্রামীণ উন্নয়ন কর্মসূচী প্রকল্পের আওতায় আলোকিত এ জনপদ। অটো স্ট্রিট লাইটের কারণে কমেছে ছিনতাই-ডাকাতি। আর পড়াশোনার ক্ষেত্রেও ভোগান্তি কমেছে শিক্ষার্থীদের। ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, এ কার্যক্রম অব্যাহত থাকবে। সূর্যের আলো দিয়েই রাতের অন্ধকার দূর হচ্ছে, গাইবান্ধার চার উপজেলার চরাঞ্চলের। আশ্চর্য মনে হলেও সোলার প্যানেলের কারণে তা সম্ভব হয়েছে। সরকারের গ্রামীণ উন্নয়ন কর্মসূচীর আওতায় এসব উপজেলার প্রায় প্রতিটি ঘরেই বসানো হয়েছে সোলার প্যানেল। আর এতেই আলোকিত হয়েছে গ্রামীণ জনপদ। অটো স্ট্রিট লাইটের কারণে কমেছে ছিনতাই-ডাকাতি। পড়াশোনার ক্ষেত্রেও ভোগান্তি কমেছে শিক্ষার্থীদের। হোম সোলার সিস্টেম বিতরণের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছে আর্থিক সামর্থ্যকে। যাদের বিদ্যুত সংযোগ নেয়ার সামর্থ্য নেই তাদের ঘরেই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে এই পদ্ধতি। গ্রামীণ জনপদের প্রতিটি বাড়ি সৌর বিদ্যুতের আওতায় আনতে কার্যক্রম চলবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। গত অর্থবছরে জেলার ১০ হাজারের বেশি বাড়িতে হোম সোলার সিস্টেম ও রাস্তায় ৭৮৬টি অটো স্ট্রিট লাইট বসানো হয়েছে।
×