ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নির্বাচনের জন্য ভারতে আলাদা কন্ট্রোল রুম খুলছে ফেসবুক

প্রকাশিত: ০৯:১৫, ১৩ মার্চ ২০১৯

নির্বাচনের জন্য ভারতে আলাদা কন্ট্রোল রুম খুলছে ফেসবুক

কেমব্রিজ এ্যানালিটিকার ঘটনায় তথ্যচুরির অভিযোগ ছিলই। এর যোগ হয় ভারতে ‘ফেক নিউজ’ রুখতে সরকারের কঠোর অবস্থান। তাই এবার লোকসভা নির্বাচনের আগে দিল্লীতে একটি ‘ওয়ার রুম’ চালু করছে ফেসবুক। এখান থেকে ২৪ ঘণ্টা পুরো নির্বাচনী প্রক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় প্রচার, ফেক নিউজ, ভুয়া, মিথ্যা বা আপত্তিকর পোস্টসহ যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ করবে মার্ক জাকারবার্গের ফেসবুক। সোমবার এমন ঘোষণা দিয়েছেন ফেসবুকের ভারত ও দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর শিবনাথ ঠাকরাল। মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারতই হবে দ্বিতীয় দেশ, যেখানে নির্বাচনের আগে আলাদা করে এই রকম ‘কন্ট্রোল রুম’ খুলছে ফেসবুক। জনসভা, মিটিং-মিছিল তো আছেই, তার সঙ্গে ভোটের সময় জনসংযোগে প্রার্থীদের অন্যতম মাধ্যম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। কিন্তু অনেকেই এটির অপব্যবহার করেন। মিথ্যা, ভুয়া বা আপত্তিকর বার্তা ছড়ানোর অপচেষ্টাও করা হয়। ভোটের সময় সেসব বিষয়ই রুখবে ফেসবুক। তবে কবে থেকে কাজ শুরু করবে এই কন্ট্রোল রুম, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ঠাকরাল জানান, ফেসবুকের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্ক, আয়ারল্যান্ডের ডাবলিন ও সিঙ্গাপুরের অফিসের সঙ্গে সমন্বয় করে দিল্লীর এই কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা কাজ করবে। পাশাপাশি ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখবে। ঠাকরাল বলেন, ‘কমিশনের সঙ্গে সমন্বয় করে কীভাবে নির্বাচনে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ করা যায়, সেটা চেষ্টা করবে ফেসবুক।’ -আনন্দবাজার
×