ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোবাইলে কথা বলা ও মেসেজ দেয়া নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র খুন

প্রকাশিত: ০৯:১৪, ১১ মার্চ ২০১৯

 মোবাইলে কথা বলা ও  মেসেজ দেয়া নিয়ে  সংঘর্ষে কলেজ  ছাত্র খুন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১০ মার্চ ॥ মোবাইলে কথা বলা ও এসএমএস (মেসেজ) দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক কলেজ ছাত্র খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুইজন। এর মধ্যে শুভ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে রংপুর মহানগরীর ৩৩নং ওয়ার্ডের রঘুবাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় হামলাকারী দুই যুবককে ছুরিসহ আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানান, আজিজুল্লাহ এলাকার রঘুবাজারে শনিবার সন্ধ্যায় মোবাইলে কথা বলা ও এসএমএস দেয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক মেজবা, মিজান ও শুভদের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার যুবক রবিউল ও রাজুসহ তাদের সঙ্গীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মোটরসাইকেল যোগে আসা রবিউল ও রাজু, মিজান ও শুভকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় মিজান ও শুভকে মেডিক্যাল নেয়ার পথে মিজান মারা যায়। নিহত মিজান আজিজুল্লাহ্ শাহাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। সে রংপুর সিটি বিএম কলেজের ছাত্র। এ ঘটনায় হামলাকারী যুবক রবিউল ইসলাম ও রাজু মিয়াকে মোটরসাইকেল ও ছুরিসহ আটক করেছে পুলিশ।
×