ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে খালে বাঁধ ॥ ভোগান্তি স্থানীয়দের

প্রকাশিত: ০৯:১৩, ১১ মার্চ ২০১৯

 কক্সবাজারে খালে  বাঁধ ॥ ভোগান্তি  স্থানীয়দের

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামু গর্জনিয়া বড়বিল উত্তরপাড়ায় খালের গতিপথ বন্ধ করে বাঁধ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে খালের পানি আশপাশের ঘর ও ভিটাবাড়িতে উঠে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ও বহু ক্ষেত-খামার। জানা যায়, খালে বাঁধ দেয়ার কারণে ইতোমধ্যে পানিতে ডুবে গেছে এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের পথটি। শিক্ষা গ্রহণে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। মাহমুদুল হাসান নামে এক ব্যক্তি বহমান খালের ওপর বাঁধ নির্মাণ করে হাজারো মানুষকে পানিবন্দী করে রেখেছে। তিনি প্রভাবশালী বলেই প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না এলাকাবাসী। যারা প্রতিবাদ করে তাদের ওপর নেমে আসে হুমকি-ধমকি। বাঁধ দেয়ার কারণে ফুলে গেছে খালের পানি। বিভিন্ন স্কুল, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ও এলাকাবাসী কোমর পানিতে চলাচল করছে। নুর মোহাম্মদ নামে এক ব্যক্তির বসতঘর ইতোমধ্যে পানিতে নিমজ্জিত হয়ে গেছে। তার পেছনে নুরুল আফসার নামে এক মুক্তিযোদ্ধার বসতবাড়িও যে কোন মুহূর্তে ডুবে যেতে পারে।
×