ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা বার নির্বাচন

সভাপতি-সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ জয়ী

প্রকাশিত: ১৪:০৩, ৯ মার্চ ২০১৯

 সভাপতি-সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদে  আওয়ামী লীগ জয়ী

সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি ॥ ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে দুই তৃতীয়াংশ পদে আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেল জয়ী হয়েছে। ২৭ পদের মধ্যে সাদা প্যানেল ১৯টিতে জয় পায়। বিএনপি জামায়াত সমর্থিত নীল প্যানেল পেয়েছে বাকি আট পদ। কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ মেয়াদের নির্বাচনে গত ২৭ ফেব্রুয়ারি ও ৭ মার্চ ভোটগ্রহণ হয়। গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে ভোট গণনা শুরু হয় এবং গভীর রাতে শেষ হয়। এবার ১৭ হাজার ৮৯৭ জন ভোটারের মধ্যে ৯ হাজার ৩৬৪ জন ভোট প্রদান করেছেন। ২৭টি পদের বিপরীতে ৫৪ জন প্রার্থী ভোটে প্র০তিদ্বন্দ্বিতা করেছেন। সাদা প্যানেলে সভাপতি পদে গাজী শাহ আলম ৫ হাজার ৩১৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মোঃ ইকবাল হোসেন পেয়েছেন ৪ হাজার ৬৪ ভোট। সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের মোঃ আসাদুজ্জামান খান রচি ৪ হাজার ৭১৬ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মোঃ হোসেন আলী খান হাসান ৪ হাজার ৬৮২ ভোট লাভ করেন। রাত সোয়া একটায় জনকণ্ঠকে এ তথ্য দেন নির্বাচন কমিশনার বিনয় ঘোষ। এছাড়া সাদা প্যানেল থেকে আরও যারা জয়ী হন- সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন দুলাল, ট্রেজারার আব্দুল জলিল আফরাদ (কবির), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ জাহাঙ্গীর আলম মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ ওমর ফারুক আসিফ, দফতর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম কাদির, ক্রীড়া সম্পাদক মোঃ উজ্জ্বল মিয়া ও সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন খন্দকার টগর। নীল প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম দেওয়ান, গ্রন্থাগার সম্পাদক পদে মোঃ জিয়াউল হক জিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোরশেদা খাতুন শিল্পী জয়ী হন। সাদা প্যানেল থেকে বিজয়ী সদস্যরা হলেন আয়েশা বিনতে আলী, এএইচএম শফিকুল ইসলাম মোল্লা সোহাগ, হায়াত আল মাহমুদ জিকু, কাওছার হাসান, মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ জুয়েল শিকদার, মোঃ মাসুম মিয়া, সৌরভ হোসেন, তানভীর আহমেদ সজিব ও তুষার ঘোষ। সদস্য পদে নীল প্যানেলের শাহীন সুলতানা খুকি, কাজী রাওশান দিল আফরোজ, এমআর, রাসেল, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ মেহেদী হাসান জুয়েল ও মোছা. ফারহানা আক্তার লুবনা জয় পেয়েছেন। গতকাল ভোট গণনাকালে সন্ধ্যার পর দুই প্যানেলের মধ্যে সাময়িক উত্তেজনার সৃষ্টি হলে কিছুক্ষণ গণণা বন্ধ রাখতে হয়। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মোঃ নুরু মিয়া বলেন, পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী নজীবুল্লাহ হিরু পুরো সময় উপস্থিত থেকে ভোট গোনা তত্ত্বাবধান করেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মুখলেসুর রহমান বাদল। গত বছর ২০১৮-২০১৯ কার্যবর্ষের নির্বাচনে সাদা প্যানেল ২৭টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় এবং নীল প্যানেল সভাপতিসহ ১৩টি পদে জয়ী হয়। ২০১৭-২০১৮ এর নির্বাচনে নীল প্যানল ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে জয়লাভ করে।
×