ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যালেঞ্জ নিয়ে দেশের উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী ॥ লিটন

প্রকাশিত: ১০:৫৬, ৫ মার্চ ২০১৯

চ্যালেঞ্জ নিয়ে দেশের উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী ॥ লিটন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করছেন। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। অন্যান্য ক্ষেত্রেও দেশ এগিয়ে যাচ্ছে। চ্যালেঞ্জ করে দেশের উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী। সোমবার দুপুরে রাজশাহী বিশ^বিদ্যালয়ের সিনেট ভবনে ‘ইয়ুথ পার্লামেন্ট টু এক্সপ্লোর ফিউচার’ বাংলাদেশের ৭ তম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অধিবেশনের আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা। মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, যুবসমাজ আগামীতে দেশের হাল ধরবে। কিন্তু দুঃখের বিষয়, যুবসমাজের নানাবিধ মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। যুবসমাজের অনেকে নানাভাবে বিপথগামী হয়েছে। জঙ্গীবাদে জড়িয়েছে, মাদকাসক্ত হয়েছে। এই যদি হয় অবস্থা, তাহলে বাংলাদেশ কাদের হাতে দিয়ে যাব? যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে ফিরিয়ে আনতে হবে। সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। যুব সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি হিসেবে ছিলেন এ্যাডভোকেট সুলতানা কামাল। যুব স্পীকার ছিলেন ধ্রুবতারা সংগঠনের সাধারণ সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্তী।
×