ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ট্রলি উল্টে শ্রমিক নিহত

প্রকাশিত: ০৯:০২, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 সাতক্ষীরায় ট্রলি  উল্টে শ্রমিক  নিহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার ইঞ্জিনচালিত ট্রলি উল্টে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে আশাশুনি উপজেলার কাদাকাটিতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম হাফিজুল ইসলাম (৩০)। সে সাতক্ষীরা সদর উপজেলার কাজীরবাসা গ্রামের সবেদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, হাফিজুল কাদাকাটি এলাকার একটি মাঠ থেকে ট্রলিযোগে ধান নিয়ে বাড়ি আসার পথে হঠাৎ ট্রলিটি উল্টে গিয়ে এর তলায় পড়ে সে ঘটনাস্থলেই নিহত হয়। বদরগঞ্জে আরোহী সংবাদদাতা বদরগঞ্জ রংপুর থেকে জানান, বদরগঞ্জে পিকনিক বাসের চাপায় ফারুক হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের কাজীপাড়ার রাজু মিয়ার ছেলে। এসময় তার সঙ্গে থাকা প্রতিবেশী শামসুল হকের ছেলে শাহীনুল হক (২৬) মারাত্মক আহত হন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বদরগঞ্জ-রংপুর রোডের উত্তর বাওচন্ডি এলাকার মাস্টারপাড়া সংলগ্ন স্থানে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক ও শাহীনুল বদরগঞ্জ শহর থেকে একই মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। তারা ওইস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বদরগঞ্জগামী একটি পিকনিকের বাস সরাসরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফারুক মারা যান। এলাকার লোকজন আহতাবস্থায় শাহীনুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
×