ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জবাব দিলেন এ আর রহমান

প্রকাশিত: ১০:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

জবাব দিলেন এ আর রহমান

ভারতের অস্কারজয়ী ছবি স্লামডগ মিলিওনিয়ারের শিল্পীরা সম্প্রতি তাদের অর্জনের ১০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন। অনুষ্ঠানে কিংবদন্তি শিল্পী এ আর রহমান তার মেয়েকে নিয়ে অন্যান্যের মধ্যে হাজির ছিলেন। মেয়ে খাদিজা রহমানের পরনে ছিল হিজাব। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হলে টুইটারে এ আর রহমান বলেছেন, তার মেয়ের নিজের পছন্দমতো পোশাক বাছাই করার অধিকার আছে। হিজাব নিকাব মুসলিম নারী সমাজের সাধারণ পরিধেয় হলেও অনেকে একে ধর্মের রাজনৈতিক ব্যবহার হিসেবে দেখে থাকেন। এ আর রহমান তার মেয়ে খাদিজা রহমানকে হিজাব পরতে বাধ্য করে থাকতে পারেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সমালোচনা করেছেন। সমালোচনার মুখে মেয়ে খাদিজা তার ফেসবুক থেকে ওই ছবি সরিয়ে ফেললেও এ আর রহমান বলেছেন নিজের পছন্দমতো পোশাক পরার অধিকার তার মেয়ের আছে। এদিকে বিতর্কের মধ্যে তিনি টুইটারে নীতা আম্বানির সঙ্গে তোলা স্ত্রী ও দুই মেয়ের একটি ছবি পোস্ট করেছেন। সেখানেও খাদিজার পরনে নেকাব পরা দেখা গেছে, যদিও মা সায়েরা ও বোন রহিমার নেকাব ছিল না। এ আর রহমান বলেন, এটি মুসলিম নারীদের একটি ঐতিহ্যবাহী পোশাক এবং বিষয়টিকে সেভাবেই দেখা উচিত। - হিন্দুস্তান টাইমস
×