ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রশ্নপত্রে ত্রুটি ॥ সব বোর্ডের আজকের পরীক্ষা বাতিল

প্রকাশিত: ১১:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

প্রশ্নপত্রে ত্রুটি ॥ সব বোর্ডের আজকের পরীক্ষা বাতিল

স্টাফ রিপোর্টার ॥ এসএসসিতে প্রশ্নপত্রে ত্রুটির কারণে যশোর বোর্ডের মঙ্গলবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। একই ভুলের কারণে আজকের সকল বোর্ডের এসএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আজ ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা আগামী ২ মার্চ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রত অধ্যাপক তপন কুমার সরকার মঙ্গলবার জানিয়েছেন, যশোর বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষার প্রশ্নের ভুলের কারণেই আসলে বুধবারের এসএসসি পরীক্ষা স্থগিত করতে হয়েছে। যশোর বোর্ডের মঙ্গলবারের পরীক্ষার প্রশ্নের একটি অংশে বুধবারের (আজ) ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রের একটি অংশ চলে এসেছে। ফলে বাধ্য হয়েই বুধবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ পরীক্ষাটি আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকা, যশোর, রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পৃথক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মাদ আব্দুল আলীম বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের বহু নির্বাচনী অভীক্ষার প্রশ্নপত্রের ঘ সেটের প্রশ্ন ভুল হয়েছে। এ সেটের প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় সংশ্লিষ্ট বিষয়ের ১২টি প্রশ্ন ছাপানো হয়েছে আর অপর পৃষ্ঠার ১৩টি প্রশ্ন এসেছে আগামী কালের (বুধবার) ক্যারিয়ার শিক্ষা বিষয় থেকে। যে কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব মহোদয়ের সঙ্গে কথা বলে যশোর শিক্ষা বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। ক্যারিয়ার শিক্ষা বিষয়ের ১৩টি প্রশ্ন ফাঁস হয়ে গেছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা বোর্ড, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় মাধ্যমিক পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ২৫ নম্বরের পরীক্ষা শুরু হয়। ক, খ, গ এবং ঘ সেটের প্রশ্নপত্র পরীক্ষার হলে সরবরাহ করা হয়। ঘ সেটের প্রশ্নপত্র হাতে পাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে হইচই শুরু হয়। কারণ প্রশ্নপত্রের দুই পৃষ্ঠায় দুই বিষয়ের প্রশ্ন ছিল। মুহূর্তের মধ্যে খবরটি অভিভাবকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম বলেন, এটা যশোর শিক্ষা বোর্ডের কোন ভুল না। বিজি প্রেসের মুদ্রণ-ত্রুটির কারণে এমনটি হতে পারে। তারপরও আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ক্ষমা চাইছি। ভবিষ্যতে যাতে ত্রুটিমুক্ত পরিবেশে সব পরীক্ষা অনুষ্ঠিত হয়, সে বিষয়ে আমরা আরও সতর্ক হবো। এ বিষয়ের পুনঃপরীক্ষার তারিখ পরে জানানো হবে। এদিকে জনকণ্ঠের যশোর অফিস থেকে স্টাফ রিপোর্টার জানিয়েছেন, বিজি প্রেসের মুদ্রণজনিত ত্রুটির কারণে যশোর বোর্ডের আইসিটি বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষা বাতিল করা হয়েছে। মঙ্গলবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার নৈর্ব্যক্তিক অংশের প্রশ্নপত্র বিতরণের পর এই ত্রুটি পরিলক্ষিত হয়। এরপর বোর্ড কর্তৃপক্ষ নৈর্ব্যক্তিক অংশের পরীক্ষা বাতিলের ঘোষণা দেয়। পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন, যশোর বোর্ডের আইসিটি বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষা বাতিল করা হয়েছে। বিজি প্রেসের মুদ্রণজনিত ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই পরীক্ষার বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। শিক্ষার্থীরা জানান, আইসিটি বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের পর তারা দেখতে পায় প্রশ্নে আইসিটি বিষয়ের পাশাপাশি ক্যারিয়ার শিক্ষার প্রশ্নও রয়েছে। বিষয়টি তারা হল পরীক্ষকদের জানায়। এরপর বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের নজরে আসলে পরীক্ষা বাতিল করা হয়। বাগেরহাট থেকে স্টাফ রিপোর্টার জানিয়েছেন, বাগেরহাটে মঙ্গলবারে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার আইসিটি বিষয়ের ‘ঘ’ সেটের প্রশ্নপত্রে ভুল ধরা পড়েছে। ২৫ মিনিটের এই নৈর্ব্যত্তিক পরীক্ষার প্রায় শেষে প্রশ্নপত্রের দ্বিতীয় পৃষ্ঠার প্রশ্নে অমিল দেখে পরীক্ষার্থীদের মাঝে হৈচৈ পড়ে যায়। পরে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করলে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সুলতান আহমেদ গাজী জানান, আইসিটি বিষয়য়ের শুধুমাত্র ‘ঘ’ সেটের প্রশ্নপত্রে এই ভুল ধরা পড়ে। প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় মিল থাকলেও একই সেটের অপর পৃষ্ঠায় কোন মিল নেই। পরীক্ষা শেষের পাঁচ মিনিট আগে এই অমিল দেখে পরীক্ষার্থীরা কেন্দ্র পরিদর্শকদের জানায়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, শুধু বাগেরহাটে নয়, যশোর বোর্ডের সকল কেন্দ্রেই এই একই ভুল ধরা পড়েছে। এ কারণে এই বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বোর্ড।
×