ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

৮ মাস পর ঢাবিতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে

প্রকাশিত: ১২:২০, ৭ ফেব্রুয়ারি ২০১৯

৮ মাস পর ঢাবিতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে দীর্ঘ ৮ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে। এ লক্ষ্যে বুধবার রাতে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটিতে স্থান পেতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। ২৬ মার্চের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কর্মপ্রবাহে গতিসঞ্চার, রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন রক্তের সঞ্চালন, কর্মীদের মধ্যে সৃজনশীল রাজনীতির বিকাশ ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রাণের স্ফুরণের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাংগঠনিক ধারাবাহিকতা ও নিষ্ঠা, ছাত্র-ছাত্রীদের কাছে গ্রহণযোগ্যতা, একাডেমিক ফলাফল, সাংস্কৃতিক সম্পৃক্ততা ও বুদ্ধিবৃত্তিক অনুশীলনের আলোকে কমিটি গঠন করা হবে। প্রেস বিজ্ঞপ্তিতে জীবনবৃত্তান্তের সঙ্গে আরও কিছু প্রয়োজনীয় সংযুক্তি চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- ছাত্রত্বের প্রমাণপত্র এবং এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তরসহ যাবতীয় শিক্ষাসনদ ও ফলাফলের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদের অনুলিপি, পাসপোর্ট সাইজের ছবি, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার সঙ্গে জড়িত থাকলে এর প্রত্যয়নপত্র, পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্য উল্লেখপূর্বক স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রত্যয়নপত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কর্মপরিকল্পনা উল্লেখ করে ১০০ শব্দের প্রস্তাবনা সংযুক্তিকরণ। আগ্রহীদের জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্রের ৪টি অনুলিপি জমা দিতে বলা হয়েছে। এদিকে ৮ মাস হয়ে গেলেও ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় সর্বস্তরের নেতাকর্মীরা হতাশ। কবে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হবে এ প্রশ্নেরও উত্তর মিলছে না।
×