ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে গ্রেফতার ৫৭

প্রকাশিত: ১০:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৯

 রাজধানীতে মাদক  সেবন ও বিক্রির  অভিযোগে  গ্রেফতার ৫৭

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৭জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির উপ-কমিশনার মোঃ মাসুদুর রহমান জানান, রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর ৫০ থানা এলাকায় পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার ৫০৯টি ইয়াবা, প্রায় এক কেজি হেরোইন ও কিছু গাঁজা উদ্ধার করা হয়। ডিসি মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ দু’জন গ্রেফতার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে ১২৯০ বোতল ফেনসিডিলসহ দু’জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, নাহিদ ইসলাম ও ওমর ফারুক। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ একটি টিম শনির আখড়া ব্রিজের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় ট্রাকটি তল্লাশি চালিয়ে ফেন্সিডিল বোঝাই চারটি বস্তা উদ্ধার করা হয়। সেখানে ১২৯০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল কিনে ট্রাকে ঢাকায় এনে মাদক বিক্রেতাদের কাছে পাইকারি দরে বিক্রি করে দিত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
×