ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুবিতে গণিত ডিসিপ্লিনের ২০ বছর পূর্তি উৎসব

প্রকাশিত: ০৮:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 খুবিতে গণিত  ডিসিপ্লিনের  ২০ বছর  পূর্তি উৎসব

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের বিশ বছর পূর্তি উৎসব ও চতুর্থ এ্যালামনাই সম্মেলন উপলক্ষে শনিবার বেলা ১১টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন, গণিত এমন একটি মৌলিক বিষয় যা জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে জড়িত। বিজ্ঞানের প্রতিটি বিষয়ের সঙ্গে গণিতের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি গণিত শিক্ষার প্রতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার আহ্বান জানান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, সাইটে স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. খোঃ মাহফুজ উদ-দারাইন, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন এবং এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মন্নুজাহান আরা। সভাপতিত্ব করেন গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমেদ। এর আগে বিশ বছর পূর্তি উৎসব উপলক্ষে সকাল সাড়ে নয়টায় ক্যাম্পাসে উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।
×