ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘আজ মিলেছি প্রাণের টানে’- মুগ্ধতার কবিতা সন্ধ্যা

প্রকাশিত: ১১:১০, ১ ফেব্রুয়ারি ২০১৯

‘আজ মিলেছি প্রাণের টানে’- মুগ্ধতার কবিতা সন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ শিল্পিত উচ্চারণে এগিয়ে যায় সন্ধ্যা। ডালপালা মেলে বিস্তার ঘটে কবিতার। অন্তমিল, উপমা আর ছন্দের বাঁকে বাঁকে ঘুরে ফিরে নানা কথা। কাব্যের গহীন থেকে উঠে আসে বিবিধ বিষয়। সমকাল থেকে অতীত, বর্তমান কিংবা ভবিষ্যত। ক্রমশই ভাললাগা থেকে মুগ্ধতার পথে ধাবিত হয় শ্রোতার শ্রবণ ইন্দ্রিয়। বাচিকশিল্পীর অনবদ্য আবৃত্তিতে কেটে যায় কবিতাপ্রেমীদের নিরবচ্ছিন্ন সময়। এভাবেই কাব্যানুরাগীদের হৃদয়ে দাগ কেটেছে ‘আজ মিলেছি প্রাণের টানে’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যা। দেশের প্রখ্যাত পাঁচ আবৃত্তি শিল্পীর শ্রোতাকে মোহাচ্ছন্ন পরিবেশনাটি অনুষ্ঠিত হয়েছে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। প্রতিষ্ঠার তিন দশক উদ্্যাপনের অংশ হিসেবে এই আলোড়িত কবিতা সন্ধ্যার আয়োজন করে স্রোত আবৃত্তি সংসদ। শ্রোতায় পরিপূর্ণ আয়োজনটিতে দেশ-বিদেশের কবিদের আলোচিত একগুচ্ছ কবিতাপাঠ করেছেন দেশবরেণ্য পাঁচ আবৃত্তি শিল্প। তারা হলেন আসাদুজ্জামান নূর, রূপা চক্রবর্তী, হাসান আরিফ, শিমুল মুস্তাফা ও আহ্্কাম উল্লাহ্। সন্ধ্যা থেকে রাত গড়ানো তাদের কবিতাপাঠের আসরটি আরও বেশি বর্ণিল হয়েছে ব্যান্ডদল জলের গানের সঙ্গীত পরিবেশনায়। দেখা-অদেখা, পরিণয় ও পরজন্মÑপ্রেমের এই তিন পর্ব থেকে সোহেল আনোয়ার, আমিনুর রহমান ও শুভাশীস দাশগুপ্তের কবিতা আবৃত্তি করেন হাসান আরিফ। এরপর মঞ্চে আসেন শিমুল মুস্তাফা। কণ্ঠে তুলে নেন সৈয়দ শামসুল হকের কালজয়ী কবিতা ‘আমার পরিচয়’। এরপর প্রতুল মুখোপাধ্যায়ের গান ‘আমি বাংলার গান গাই’ আবৃত্তির পাশাপাশি সুরের সেতুবন্ধনে সৃষ্টি করেন ভিন্নরকম আবহ । এরপর নিজ নিজ আবৃত্তির ছন্দে একাডেমির জাতীয় নাট্যশালায় শিল্পের আবেদন সৃষ্টি করেন আসাদুজ্জামান নূর, রূপা চক্রবর্তী ও আহ্্কাম উল্লাহ্্। দীর্ঘদিন পর শুধু কবিতাকে সঙ্গী করে মঞ্চে উঠেছিলেন আসাদুজ্জামান নূর। কবিতাকে আশ্রয় করে তার সেই অনবদ্য কণ্ঠের খেলায় মোহাবিষ্ট করেছেন অধীর অপেক্ষায় থাকা শ্রোতাদের। কুঁড়ি নিয়েছেন মুহুর্মুহু করতালি। কবিতার এই আসরের শুরুতেই নৃত্য পরিবেশন করেন মিতা। জলের গানের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় শিল্পে এই আয়োজন।
×