ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উখিয়ায় পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:০৩, ৩১ জানুয়ারি ২০১৯

উখিয়ায় পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় পুকুরে ডুবে তিন রোহিঙ্গা শিশুর মুত্যু ঘটেছে। তাজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প নং-১৩) পাশে খালে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- তাজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প বি-২ ব্লকের ইউনুচের শিশুকন্যা রাফিয়া (৬) পুত্র রায়হান (৪) ও সি-২ ব্লকের ওবাইদুল্লাহর শিশুকন্যা আছমা বেগম (৫)। জানা যায়, এই তিন শিশু বুধবার দুপুর ১টার দিকে ডাব্লিউএফফির ত্রাণ নিতে স্বজনদের সঙ্গে বের হয়। পরে দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেলে পার্শ্ববর্তী ১৯নং ক্যাম্পে অবস্থিত পানির ছড়া থেকে ৩ শিশুকে উদ্ধার করে প্রতিবেশীরা। দ্রুত এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আশুগঞ্জ সার কারখানার আগুন নিয়ন্ত্রণে স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জ সার কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ঘটনার পর পরই সার কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেল কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। অগ্নিকা-ে কি পরিমাণ ক্ষতি হয়েছে তাৎক্ষণিক তা জানাতে না পারলেও কারখানার একজন কর্মকর্তা জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় গুরুতর কোন ক্ষয়ক্ষতি হয়নি।
×