ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৮৩ ভাগ ব্যাংকের দর বেড়েছে

প্রকাশিত: ০৯:২২, ৩০ জানুয়ারি ২০১৯

৮৩ ভাগ ব্যাংকের দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মঙ্গলবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ব্যাংক খাতে শেয়ার দর বেড়েছে ৮৩ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ব্যাংক খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫টির বা ৮৩ শতাংশ প্রতিষ্ঠানের, শেয়ার দর কমেছে ২টির বা ৭ শতাংশ প্রতিষ্ঠানের এবং ৩টির বা ১০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। শেয়ার দর সর্বোচ্চ ৬.৩০ টাকা বেড়েছে ডাচবাংলা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১ টাকা বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৯০ টাকা বেড়েছে রূপালী ব্যাংকের। এছাড়া ট্রাস্ট ও যমুনা ব্যাংকের ০.৬০ টাকা করে; ব্র্যাক, ঢাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ন্যাশনাল, শাহজালাল ইসলামী ও উত্তরা ব্যাংকের ০.৫০ টাকা করে; আইএফআইসি ও মার্কেন্টাইল ব্যাংকের ০.৪০ টাকা করে; ইস্টার্ন, এক্সিম, ওয়ান, পূবালী, স্যোসাল ইসলামী ও সাউথইস্ট ব্যাংকের ০.৩০ টাকা করে; স্ট্যান্ডার্ড, ব্যাংক এশিয়া ও ইসলামী ব্যাংকের ০.২০ টাকা করে এবং ইউনাইটেড কমার্শিয়াল, মিউচুয়াল ট্রাস্ট ও সিটি ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে। শেয়ার দর কমেছে ২টি ব্যাংকের। ০.১০ টাকা করে শেয়ার দরে কমা ব্যাংক ২টি হলো এবি ও আইসিবি ইসলামিক ব্যাংক। এদিন আল আরাফাহ ইসলামী, এনসিসি ও প্রাইম ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
×