ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে আগুনে ২৫ প্রতিষ্ঠান ভস্মীভূত

প্রকাশিত: ১১:৩৯, ২৯ জানুয়ারি ২০১৯

চরফ্যাশনে আগুনে ২৫ প্রতিষ্ঠান ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২৮ জানুয়ারি ॥ ভোলার চরফ্যাশন বাজারের সদর রোড ও জনতা রোডের ২৫ ব্যবসা প্রতিষ্ঠান রবিবার রাতে আগুনে পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসাইন জানান, রাত ১২টায় সংবাদ পেয়ে চরফ্যাশনের দুটি ও লালমোহনের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ১৯টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান আংশিক পুড়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে সদর রোডের সিপাত স্টোর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ দিকে অগ্নিকাণ্ড স্থলে সোমবার বেলা ১১টায় বৈদ্যুতিক কাজ করতে গিয়ে শরিফ মতলব (২৭) নামের এক মেকানিক বিদ্যুতস্পৃষ্ট হয়েছে। তাকে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক। বাগেরহাট স্টাফ রিপোর্টার বাগেরহাট, থেকে জানান, বাগেরহাটের মোল্লাহাটে আগুনের একটি বসতবাড়িসহ সর্বস্ব ভস্মীভূত হয়েছে। উপজেলার নগরকান্দি গ্রামে ওয়াপদা সড়কের পাশে কামরুল বিশ্বাসের বাড়িতে গত রবিবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারটির কমপক্ষে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কামরুল বিশ্বাস জানান, আগুনে পুড়ে তার ঘরসহ ঘরের মধ্যে থাকা যাবতীয় আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও কাপড়-চোপড় ভস্মীভূত হয়ে গেছে। মুন্সীগঞ্জে আট দোকান স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, মিরকাদিমে অগ্নিকা-ে আটটি ব্যবসা প্রতিষ্ঠা ভস্মীভূত হয়েছে। সোমবার দুপুরে সংঘটিত দেড় ঘণ্টাব্যাপী এই অগ্নিকা-ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, দুপুর ১টার দিকে মিরকাদিম পৌরসভা সংলগ্ন একটি ফার্নিচারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ অগ্নিকা- পাশাপাশি দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ফার্নিচার ও লেপতোষকেরসহ আটটি দোকান ভস্মীভূত হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
×