ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গ্রিজম্যানের নৈপুণ্যে এ্যাটলেটিকোর জয়

প্রকাশিত: ১০:১৬, ২৮ জানুয়ারি ২০১৯

 গ্রিজম্যানের নৈপুণ্যে এ্যাটলেটিকোর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ জয়ী ফরাসী তারকা এ্যান্টোনিও গ্রিজম্যানের নৈপুণ্যে স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার রাতে ঘরের মাঠে অতিথি গেটাফেকে ২-০ গোলে হারিয়েছে দিয়াগো সিমিওনের দল। পুরো ম্যাচে অসাধারণ খেলা গ্রিজম্যান দলের হয়ে প্রথম গোল করেন। এ্যাটলেটিকোর অপর গোলদাতা সাউল নিগুয়েজ। এই জয়ে শীর্ষে থাকা বার্সিলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এ্যাটলেটিকো। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। অবস্থান দ্বিতীয়। এক ম্যাচ কম খেলা বার্সিলোনা ৪৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে। অবশ্য রবিবার রাতের ম্যাচে কাতালানরা জিতলে আবারও এ্যাটলেটিকোর চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে যাবে। লেভান্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে তালিকার তিন নম্বরে উঠে এসেছে সেভিয়া। সমান পয়েন্ট নিয়ে চারে অবনমন হয়েছে হ্যাটট্রিক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। অবশ্য গত রাতে জয় বা ড্র করলেই আবার আগের তিন নম্বর স্থান ফিরে পবেন রামোস, বেনজেমারা। চেনা দর্শকের সামনে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেললেও প্রথম গোলের দেখা পেতে এ্যাটলেটিকোকে ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। গোল করেন গ্রিজম্যান। দশ মিনিট পর দলের জয় নিশ্চিত করা গোল করেন নিগুয়েজ। ম্যাচের বাকি সময় কোন দলই আর গোলের দেখা পায়নি। উল্টো ম্যাচের শেষ দুই মিনিটে মাথা গরম করে গেটাফের দুইজন লালকার্ড দেখেন। এরা হলেন ডাকোনাম ও কাবেরেরা।
×