ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

অত্যাচার করে সরকার মানুষকে দাবিয়ে রাখতে পারবে না ॥ মঈন খান

প্রকাশিত: ০৯:৫৭, ২৮ জানুয়ারি ২০১৯

 অত্যাচার করে  সরকার মানুষকে  দাবিয়ে রাখতে  পারবে না ॥  মঈন খান

স্টাফ রিপোর্টার ॥ সরকার অত্যাচার করে দেশের মানুষকে বেশি দিন দাবিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোকো স্মৃতি পরিষদ এ স্মরণ সভার আয়োজন করে। মঈন খান বলেন, ৩০ ডিসেম্বর দেশে কোন নির্বাচন হয়নি। একটি ভুয়া নির্বাচন করা হয়েছে। তাই ভুয়া ভোটের জনপ্রতিনিধিরা জনগণের প্রতিনিধিত্ব করে না। তিনি বলেন, যদি প্রয়োজন হয় দেশের মানুষ আবারও একাত্তরের মতো দ্বিতীয়বার স্বাধীনতার জন্য লড়াই করে যাবে। তিনি বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। অতীতে আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও করে বিএনপির উপর দায় চাপিয়েছে। ২০০৬ সালে মানুষ দেখেছে কিভাবে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে মানুষ হত্যা করা হয়েছে। কোকো স্মৃতি পরিষদের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কালো অধ্যায়ের সত্য ইতিহাস আগামী প্রজন্ম একদিন জানবে। সেদিন আওয়ামী লীগকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। দেশে রাজনীতির বিস্ময়কর পরিবর্তন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, অনেকেই ৭১ , ৮৬ ও ২০০১ এর কথা বলেন। কিন্তু সেসব পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতি মিলবে না। মোটাদাগে যে দুটি বিষয়কে আমরা চিহ্নিত করি তার একটি হচ্ছে নির্বাচন। এ নির্বাচন জাতীয় ঐক্য ও ২০ দল বনাম ১৪ দলের সঙ্গে না। এটা হয়েছে ২০ দল তথা ঐক্যফ্রন্ট বনাম নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ, আওয়ামী লীগ ও ১৪ দলের নির্বাচন।
×