ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩০ জানুয়ারির মধ্যে ফিরতে পারেন এরশাদ ॥ রাঙ্গা

প্রকাশিত: ০৮:০৯, ২৭ জানুয়ারি ২০১৯

 ৩০ জানুয়ারির মধ্যে ফিরতে পারেন  এরশাদ ॥ রাঙ্গা

বিডিনিউজ ॥ সিঙ্গাপুরে হিমোগ্লোবিন এবং লিভারের চিকিৎসা শেষে বিরোধীদল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ মাসেই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ রাঙ্গা শনিবার সাংবাদিকদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ হয়ে উঠছেন। আগামী ৩০ জানুয়ারির মধ্যেই চিকিৎসা শেষে তার দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ‘হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের মাঝে ফিরে এসে আবারো জাতীয় পার্টির হাল ধরবেন। আবারো নেতৃত্ব দেবেন, কথা বলবেন সাধারণ মানুষের জন্য।’ এরশাদের রোগমুক্তি কামনায় বিকেলে কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রক্তে কমে যাওয়া হিমোগ্লোবিন ও লিভারের সমস্যার চিকিৎসা নিতে গত ২০ জানুয়ারি সিঙ্গাপুরে যান এরশাদ। সিঙ্গাপুরে এরশাদের সঙ্গে থাকা তার একান্ত সচিব মেজর খালেদ আখতারের বরাত দিয়ে জাপা বলেছে, এরশাদ ভালো আছেন।
×