ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুরে সড়ক দুর্ঘটনায় যাত্রী নিহত

প্রকাশিত: ০৪:১৫, ২৭ জানুয়ারি ২০১৯

রংপুরে সড়ক দুর্ঘটনায় যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৬ জানুয়ারি ॥ রংপুর সদর উপজেলার পালিচড়া এলাকায় বালু বোঝাই ট্রাক্টর ও বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সংঘর্ষে অটোভ্যানের এক যাত্রী বেলী বেগম (৫৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে পালিচড়া স্টোরের মোড় এলাকায় সনি ভাটার সামনে পালিচড়াগামী শফিকুল পরিবহনের বালু বোঝাই ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বেলী বেগম (৫৫) নিহত হয় এবং ২ জনকে গুরুতর আহত অবস্থায় রংপুর প্রাইম মেডিক্যালে ভর্তি করা হয়েছে। কক্সবাজারে বাসযাত্রী স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, রামুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছে। শনিবার সকালে রামু বাইপাশ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মিজানুর রহমান (৩৮) নামে এক যাত্রী নিহত হয়েছে। মাধবপুরে যুবক নিজস্ব সংবাদদাতা মাধবপুর, হবিগঞ্জ থেকে জানান, মাধবপুর উপজেলার ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে সুরমা চা বাগান কাঁঠাল বাড়ি নামক স্থানে শনিবার দুপুরে টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে রাজু তাঁতি (১৬) নামে এক যুবক মারা গেছেন। নিহত যুবক সুরমা চা বাগানের মাহঝিল ডিভিশনের মৃত গবিন তাঁতির ছেলে। আদমদীঘিতে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা সান্তাহার থেকে জানান, আদমদীঘিতে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির শিবপুর নামক স্থানে। জানা গেছে, বগুড়া থেকে নওগাঁগামী বিআরটিসির বেপরোয়া গতির বাসটি ওই স্থানে আল রিয়াদ ফিড মিলের কাছে সাইকেল আরোহী ব্যবসায়ীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
×