ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসি পেস তোপে বিপর্যস্ত শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৬:৫৯, ২৫ জানুয়ারি ২০১৯

অসি পেস তোপে বিপর্যস্ত শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন আগে উপমহাদেশের দল ভারতের কাছে নিজেদের মাটিতে বেসামাল পরিস্থিতিতে পড়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টেস্ট এবং ওয়ানডে- উভয় সিরিজেই হেরে গেছে। কিন্তু এবার সেই উপমহাদেশেরই আরেকটি দল শ্রীলঙ্কাকে পেয়ে যেন জেগে উঠেছে অসিরা। ব্রিসবেনের গ্যাবায় শুরু হওয়া প্রথম টেস্টের প্রথমদিন স্বাগতিক পেসাররা ঝলসে উঠেছেন। ফলে প্রথম ইনিংসে মাত্র ১৪৪ রানেই গুটিয়ে গেছে লঙ্কানরা। এই সংগ্রহটাও এসেছে সাত নম্বরে নেমে নিরোশান ডিকভেলা ৬৪ রানের সংগ্রামী ইনিংস খেলার কারণে। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স ৪, ঝাই রিচার্ডসন ৩ ও মিচেল স্টার্ক ২টি করে উইকেট নিয়েছেন। দিনশেষে ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলে ইতোমধ্যেই অর্ধেকটা পথ পাড়ি দিয়েছে অস্ট্রেলিয়া। ওপেনার মার্কাস হ্যারিস ৪০ রানে ব্যাট করছেন। টস জিতে সফরকারী দলের অধিনায়ক দীনেশ চান্দিমাল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর শুরুটা ভালই করেছিল। দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে বেশ সতর্ক ছিলেন অসি পেস আক্রমণের বিপক্ষে। এই টেস্টে স্বাগতিক দলের পক্ষে ৭টি করে ওয়ানডে ও টি২০ খেলা ২২ বছর বয়সী ডানহাতি পেসার ঝাই রিচার্ডসন ও ২৫ বছর বয়সী বাঁহাতি মিডলঅর্ডার কারটিস প্যাটারসনের অভিষেক হয়েছে। শুরু থেকেই অভিজ্ঞ স্টার্কের সঙ্গে বোলিং আক্রমণে যোগ দিয়ে লঙ্কান ওপেনারদের বেঁধে রেখেছিলেন তারা। এই সুযোগে ইনিংসের ১১তম ওভারে অবশ্য প্রথম আঘাতটা হানেন কামিন্স, ৩০ বলে ১২ রান করা থিরিমান্নেকে সাজঘরে পাঠান। পরের ওভারেই রিচার্ডসন ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেটটি পেয়ে যান সবচেয়ে মূল্যবানটি। অধিনায়ক চান্দিমালকে (৫) সাজঘরে ফেরান তিনি। এরপর থেকে অসি পেসাররা উইকেট শিকারের উৎসবে মেতেছেন। দারুণ খেলতে থাকা করুনারত্নেও শেষ পর্যন্ত ধৈর্য রাখতে পারেননি। মধ্যাহ্ন ভোজনের মাত্র আধা ঘণ্টাখানেক আগে তাকে সাজঘরে ফেরান নাথান লেয়ন। দীর্ঘক্ষণ উইকেটে থেকে শেষ পর্যন্ত ৭০ বলে ২৪ রান করে তিনি আউট হয়ে যান। এরপর কামিন্স , রিচার্ডসন আর স্টার্ক ঝড়ে বেসামাল হয়ে পড়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। টানা উইকেট খোয়াতে থাকলেও ডিকভেলা একাই লড়াই চালিয়ে যান। এর মধ্যে আবার দিলরুয়ান পেরেরা আঘাত পান। তবে মাঠ ছাড়েননি তিনি। হয়তো সে কারণেই খুব কম সময়ের মধ্যেই তাকে আউট হতে হয়েছে। বিপদ বুঝে ডিকভেলা বেশ আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালিয়ে যান। আর অপরদিকে ব্যাটসম্যানরা সাজঘরে ফেরার মিছিলে সামিল হন। শেষ পর্যন্ত ডিকভেলাকেও কামিন্সের শিকার হতে হয়। তিনি মাত্র ৭৮ বলে ৬ চার, ১ ছয়ে ৬৪ রান করেছিলেন। এরপরই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। মাত্র ১৪৪ রানে প্রথম ইনিংস শেষ হয়ে যায় তাদের।
×