ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত

প্রকাশিত: ০৫:৫৭, ২৫ জানুয়ারি ২০১৯

টঙ্গীতে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী গাজীপুর ২৪ জানুয়ারি ॥ টঙ্গীর কাঁঠালদিয়ায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের ছুরিকাঘাতে যুবলীগ কর্মী শিমুল চৌধুরী (২৭) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন যুবলীগের আরও ৫ কর্মী। আহত যুবলীগ কর্মী পাভেলের অবস্থা আশঙ্কাজনক। তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিমুল চৌধুরীর পিতার নাম গাহের চৌধুরী। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর রমিজ গ্রামে। টঙ্গীর চেরাগআলী মার্কেটের সুর তরঙ্গ রোডে নিহতের পরিবারের বসবাস। স্থানীয় সূত্র জনকণ্ঠকে জানান, এলাকার আধিপত্য ও স্থানীয় কলকারখানার কাজকর্ম নিজেদের দখলে রাখতে আওয়ামী লীগ ও যুবলীগের দুগ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার বিকেলে টঙ্গীর কাঁঠালদিয়ায় হামলার ঘটনাটি ঘটে। হামলায় আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার ভোরে আহত শিমুল চৌধুরী মারা যান। হাসপাতাল সূত্র জানায়, শিমুল চৌধুরীর পিঠে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তাররা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এদিকে নিহতের আত্মীয় স্বজনরা অভিযোগ করে জনকণ্ঠকে বলেন, আহত শিমুলকে একের পর এক টঙ্গীসহ ঢাকার ৮টি হাসপাতালে নেয়া হলেও কোন হাসপাতালই তার যথাযথ চিকিৎসায় এগিয়ে আসেনি। শুধু এক হাসপাতাল থেকে অপর হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা।
×