ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পোশাক কারখানাগুলো নিরাপদ রাখতে আরসিসিকে উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে ॥ টিপু মুনশি

প্রকাশিত: ০৫:৪৬, ২৫ জানুয়ারি ২০১৯

পোশাক কারখানাগুলো নিরাপদ রাখতে আরসিসিকে উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে ॥ টিপু মুনশি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পোশাক কারখানাগুলো নিরাপদ ও কর্মবান্ধব রাখতে আরসিসি কে উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, রেমিডিয়েশন কো-অর্ডিনেশন সেল (আরসিসি) দেশের প্রায় সকল কারখানা পরিদর্শন করেছে। তিনি বলেন, এ্যাকর্ড ও এ্যালায়েন্সের কার্যক্রমের পর যাতে দেশের তৈরি পোশাক কারখানাগুলো নিরাপদে পরিচালিত হয় সেজন্য বাংলাদেশ সরকার আরসিসি গঠন করেছে। বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপিয়ন ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি তিরিংকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে বাণিজ্যমন্ত্রী ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (আইডিইবি) এ আন্তর্জাতিক চশমা মেলার উদ্বোধন করেন। বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতি এ মেলার আয়োজন করেছে। ওই অনুষ্ঠানে তিনি বলেন, আমদানি না করে দেশে চশমা বানাতে উদ্যোক্তাদের এগিয়ে আসা উচিত। এক্ষেত্রে বিনিয়োগ হলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগ বাড়াতে দেশে ইজি অব ডুয়িং বিজনেস আরও সহজতর করা হচ্ছে। এক্ষেত্রে দ্রুত যাতে যেকোন ফাইল ছাড়করণ করা যায় সে লক্ষ্যে সরকার কাজ শুরু করে দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ এলডিসি থেকে বেড়িয়ে উন্নয়নশীল দেশে পরিণত হবার পর ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশকে প্রদত্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আশ^াস দিয়েছে। বাংলাদেশ এখন প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য ইউরোপিয়ন ইউনিয়নে রফতানি করছে। এ সময় বাণিজ্যসচিব মোঃ মফিজুল ইসলাম, অতিরিক্ত সচিব রফতানি তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব এফটিএ মোঃ শফিকুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×