ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতা বাবুসোনা হত্যা মামলার রায় ২৯ জানুয়ারি

প্রকাশিত: ০৪:৩৫, ২২ জানুয়ারি ২০১৯

আওয়ামী লীগ নেতা বাবুসোনা হত্যা মামলার রায় ২৯ জানুয়ারি

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২১ জানুয়ারি ॥ রংপুর জেলা জজকোর্টের বিশেষ পিপি ও আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা হত্যা মামলায় সরকারী কৌঁসুলি (পিপি) এবং রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবীর মধ্যে যুক্তি-তর্ক শেষ হয়েছে। সোমবার যুক্তি-তর্ক শেষ হলে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আগামী ২৯ জানুয়ারি মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেছেন। রংপুরের চাঞ্চল্যকর বাবুসোনা হত্যা মামলায় ৩৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার যুক্তি-তর্ক সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এ মামলার সরকারী কৌঁসুলি আব্দুল মালেক। রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তি-তর্ক করা হয়েছে। নোবিপ্রবিতে বিভিন্ন আসনে ভর্তি ২৩ জানুয়ারি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীর বিভিন্ন ইউনিটের শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাতকার ও ভর্তি আগামী ২৩ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া সকল ইউনিটের মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটার শিক্ষার্থীদের সাক্ষাতকার ও ভর্তি কার্যক্রম একই তারিখে অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যের জন্য । -বিজ্ঞপ্তি
×