ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ৭ ইটভাঁটি বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৬:৫৬, ১৭ জানুয়ারি ২০১৯

রূপগঞ্জে ৭ ইটভাঁটি বন্ধ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৬ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশে ছাড়পত্র না থাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে ৭টি অবৈধ ইটভাঁটি বন্ধ করা হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজার, চারিতালুক এলাকায় এসকল অবৈধ ইটভাঁটি বন্ধ করা হয়। ইটভাঁটিগুলো হলো, আর এম বি ব্রিক ফিল্ড, একতা ব্রিক ফিল্ড, রূপগঞ্জ ন্যাশনাল ব্রিকস, মেসার্স মানিক চেয়ারম্যান ব্রিক্স, ভূইয়া ব্রিক মার্ট, চারিতালুক ব্রিক ফিল্ড, বড় বাড়ি ব্রিক কোম্পানি। আড়াইহাজারে ডাকাতি স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে জিম্মি করে টাকা-পয়সাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে উপজেলার আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায়। জানা গেছে, নোয়াপাড়া গ্রামের ব্যবসায়ী মনির হোসেনের বাড়িতে তিন তলা ভবনের নিচ তলার গ্রিল কেটে ডাকাতদল ভেতরে প্রবেশ করে। পরে ডাকাতরা গৃহকর্তা মনির হোসেন, তার স্ত্রী ও দুই শিশু ছেলেকে হাত-পা বেঁধে ও অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ও শোকেস ভেঙ্গে নগদ ৭২ হাজার টাকা, ১৮ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
×