ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৫৪ ঘর ছাই

প্রকাশিত: ০৬:৪৭, ১৫ জানুয়ারি ২০১৯

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৫৪ ঘর ছাই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ভয়াবহ অগ্নিকাণ্ডে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী মুন্সিপাড়া গ্রামে ২১টি পরিবারের ৫৪টি ঘরসহ আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, ধান-চাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়েছে। রবিবার রাত ১০টার দিকের এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নারী-শিশু ও বৃদ্ধসহ ২ শতাধিক সদস্য এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। এলাকাবাসী জানায়, গ্রামের দেলোয়ার হোসেনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত।শৈত্য প্রবাহের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নীলফামারী, সৈয়দপুর ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই ২১টি পরিবারের ৫৪টি ঘরসহ সকল মালামাল আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই পুড়ে যায়। সোমবার দুপুরে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার ঘটনাস্থল পরিদর্শন করে সরকারের ত্রাণ শাখার পক্ষে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল এবং ৩টি করে কম্বল প্রদান করেন।
×