ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৩

প্রকাশিত: ০৪:১৮, ১৫ জানুয়ারি ২০১৯

গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৩

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ গৌরীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ গুরুতর আহত হয়েছে ৩ জন। সোমবারের এই হামলায় আহত আবুল কাশেম, তার স্ত্রী রিনা খান ও ছেলে আলমগীরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলমগীর গৌরীপুরের মরিচেরচর হাই স্কুলের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। স্থানীয় সূত্র জানায়, গৌরীপুর উপজেলার চর ভোলার আলগী গ্রামে পৈত্রিক ১৬ শতাংশ জমি নিয়ে সহোদর আবুল কাশেম ও আবুল হাসেমের মাঝে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। সোমবার সকালে আবুল কাশেম জমিতে ধানের চারা রোপণ করতে গেলে আবুল হাসেম ও তার পরিবারের সদস্যরা বাধা দেয়। এক পর্যায়ে আবুল কাশেমের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। আবুল কাশেমকে সাহায্য করতে তার স্ত্রী ও তার ছেলে আলমগীর এগিয়ে এলে তাদেরকেই বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে হাসেম ও তার পরিবারের সদস্যরা। ১৭ জানুয়ারি মাস্টার্সে ভর্তির রিলিজ সিøপের মেধা তালিকা প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী ১৭ জানুয়ারি প্রকাশ করা হবে। উক্ত ফল ওই দিন বিকেল ৪টা থেকে ঝগঝ এর মাধ্যমে nuatmfroll লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং রাত ৯ টায় ওয়েব সাইটww w.nu.ac.bd/admissions থেকে ফল পাওয়া যাবে। উল্লেখ্য, একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত অবস্থায় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হলে উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
×