ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে নবনির্মিত কারাগারে বন্দী স্থানান্তর

প্রকাশিত: ০৬:৫৪, ১২ জানুয়ারি ২০১৯

  সিলেটে নবনির্মিত  কারাগারে বন্দী  স্থানান্তর

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নবনির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নতুন কারাগারে বন্দীদের স্থানান্তর শুরু হয়। গত বছর ১ নবেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন কারাগারের উদ্বোধন করেন। শহরতলির বাদাঘাটে নবনির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগারে সকাল পৌনে সাতটার দিকে একটি প্রিজন ভ্যানে করে মহিলা হাজতিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। এর পর পর্যায়ক্রমে অন্য হাজতিদের স্থানান্তর শুরু হয়। এর আগে পুরাতন কারাগারের প্রধান ফটকে আটক বন্দীদের সঙ্গে তাদের আত্মীয় স্বজনসহ সকলের সাক্ষাত কার্যক্রম আগামী ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বলে নোটিস টানানো হয়। বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দীর সংখ্যা ২ হাজার ৩০০। এর মধ্যে কয়েদি (সাজাপ্রাপ্ত) ৫০০ এবং হাজতি হলেন ১ হাজার ৮০০। বন্দীদের স্থানান্তরের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়। নতুন কারাগার নির্মাণের পর বর্তমান কারাগারটি সিলেট কেন্দ্রীয় কারাগার-২ হিসেবে রাখা হয়েছে।
×